shono
Advertisement

কলকাতা হাই কোর্টের নয়া প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, ঘোষণা কেন্দ্রের

গত ১ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন বিচারপতি শিবজ্ঞানম।
Posted: 10:28 PM May 01, 2023Updated: 10:28 PM May 01, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: কলকাতা হাই কোর্টের নয়া বিচারপতির নাম ঘোষণা করল আইনমন্ত্রক। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, কলকাতা হাই কোর্টের বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে।

Advertisement

চলতি বছর ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করে দেশের শীর্ষ আদালতের কলেজিয়াম। প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশের করে। ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম মঞ্জুর করে আইনমন্ত্রক। নাম মঞ্জুর হওয়ার পর পয়লা এপ্রিল থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন বিচারপতি শিবজ্ঞানম। আর এদিন কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হল।

[আরও পড়ুন: ‘অভিষেকের নাম আকাশ থেকে পেড়ে আনিনি’, কুন্তলের চিঠি প্রসঙ্গে দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

তামিলনাড়ুতে জন্ম নেওয়া বিচারপতি শিবজ্ঞানমের নাম আইনজীবী হিসেবে নথিভুক্ত হয় ১৯৮৬ সালে। দীর্ঘ ২৩ বছর আইনজীবী হিসেবে কাজ করার পর ২০০৯-এ মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতির পদে আসিন হন তিনি। তার বছর দুয়েক পর বিচারপতির আসনে বসেন। দীর্ঘ ১২ বছর সেখানে বিচারপতির দায়িত্ব ভার সামলানোর পর তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করে সুপ্রিম কোর্ট। ২০২১-এর অক্টোবরে হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি হিসাবে হাই কোর্টে মেয়াদ রয়েছে তাঁর।

হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমকে ইতিমধ্যেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। লেখেন, ‘‘কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হওয়ায় বিচারপতি শিবজ্ঞানমকে আমার শুভেচ্ছা জানাই।’’

[আরও পড়ুন: ধারাভাষ্যকার থেকে আইপিএলে প্রত্যাবর্তন, মিডল অর্ডার শক্তিশালী করতে আরসিবি নিল প্রাক্তন তারকাকেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement