মলয় কুণ্ডু: রাজ্যের জিএসটি সংগ্রহের হার বেড়েছে অনেকটা। চলতি অর্থবর্ষে কেন্দ্রের চেয়েও বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হল পশ্চিমবঙ্গ সরকার। রামনবমীতে সেই সুখবর সোশাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে জিএসটি আদায় হয়েছে আগেরবারের চেয়ে ১১.৪৩ শতাংশ বেশি, যা কেন্দ্রের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ। এর জন্য তিনি অর্থদপ্তরের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন সোশাল মিডিয়ায় রাজ্যের রাজস্ব আদায় নিয়ে সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৮০৮ কোটি টাকা অতিরিক্ত আদায় হয়েছে জিএসটি বাবদ, যা কেন্দ্রের তুলনায় ২ শতাংশ বেশি। কেন্দ্রের জিএসটি আদায়ের হার ৯.৪৪ শতাংশ। এটা একেবারেই রাজ্য সরকারের সাফল্য বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ৬০ হাজার টাকা আদায় সচল বাজারকেই ইঙ্গিত করে। আর এ থেকেই স্পষ্ট, নানা বাধা সত্ত্বেও বাংলার আর্থিক বৃদ্ধি অব্যাহত, এমনই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।
নানা সামাজিক প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রচুর অর্থ খরচ করে। শাসক শিবির বারবার অভিযোগ তোলে, কেন্দ্রের তরফে বকেয়া অর্থের একটা বড় অংশই দেওয়া হয় না। তাই নানা সামাজিক প্রকল্প চালু রেখে রাজ্যের উন্নয়নের কাজ ব্যাহত হয় বলে দাবি শাসকদলের জনপ্রতিনিধিদের। মুখ্যমন্ত্রী নিজেও সেই অভিযোগ করেন। এসব 'বাধা' সত্ত্বেও জিএসটি আদায়-সহ রাজস্ব খাতে সরকারের আয়ের পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, আর্থিক বৃদ্ধিতে কেন্দ্রের থেকে এগিয়ে বাংলা। আত্মনির্ভরতাই রাজ্যের এই সাফল্য বলে সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অর্থদপ্তরের প্রত্যেক কর্মী, আধিকারিককে শুভেচ্ছা জানিয়েছেন এহেন সাফল্যের জন্য।