shono
Advertisement

Breaking News

Kolkata Municipal Election 2021: ১‌৪৪টি আসনে মাত্র ১০! কলকাতা পুরভোটে বিজেপির ‘টার্গেট’নিয়ে দলের অন্দরে জোর বিতর্ক

বিজেপির 'টার্গেট'কে মিথ্যা বলেই দাবি শুভেন্দু অধিকারীর।
Posted: 11:11 AM Dec 08, 2021Updated: 11:11 AM Dec 08, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  ১৪৪-এ লক্ষ্য মাত্র ১০! কলকাতা পুরভোট (Kolkata Municipal Election) নিয়ে দলের অভ্যন্তরীণ বৈঠকের এই লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনার জেরে বিতর্ক বিজেপিতে! কয়েকমাস আগে বিধানসভা ভোটের যুদ্ধে যারা সরকার গঠনের স্বপ্ন দেখেছিল, রাজ্য রাজনীতির ভরকেন্দ্র কলকাতা পুরভোটে তাদের ‘নজর’ ঘিরে প্রশ্ন উঠেছে, তাহলে কি খেলার আগেই হার মানল গেরুয়া শিবির?

Advertisement

গতবার সাতটি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। বামেরা ১৫, কংগ্রেস পাঁচটিতে জয়ী হয়। পরে বিজেপির দু’জন (৭ ও ৭০ নম্বর ওয়ার্ড) তৃণমূলে যোগ দেন। এবার দশটিতে জয় পাওয়াও যে বড়ই কঠিন, তা মেনেই রণকৌশল সাজাচ্ছেন পদ্ম নেতারা। তবে সোমবারের ওই দলীয় বৈঠকের বহুচর্চিত ‘লক্ষ্যমাত্রা’ যে শুধুই গুজব, তা স্পষ্ট করে দিয়ে টুইটে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, এটা ভিত্তিহীন, বানানো খবর। যাঁরা এটা ছড়াচ্ছেন তাঁদের আইনি নোটিস দেওয়া হবে।

দলীয় সূত্রের খবর, সোমবার রাতে প্রার্থীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয় আইসিসিআর অডিটোরিয়ামে। সেখানে রাজ্য বিজেপির (BJP) সহ-পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীরা উপস্থিত ছিলেন। বিজেপি কর্মীদের একাংশের দাবি, বৈঠকে দশটি ওয়ার্ড নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেগুলিতে বিশেষ দায়িত্ব নিয়ে জেতাতে ঝাঁপাবেন এক রাজ্যনেতা। কিন্তু অনেকেরই প্রশ্ন, কেন শুধু এই দশটি ওয়ার্ড। যা নিয়ে দলের মধ্যেই শুরু হয়েছে গুঞ্জন।

[আরও পড়ুন: Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগে মেসি ম্যাজিক, জোড়া গোল টপকে গেলেন কিংবদন্তি পেলেকে]

কারণ, এখনই প্রার্থীদের একটা অংশ ক্ষোভ প্রকাশ করেছে দলের আর্থিক সাহায্য না পাওয়ায়। শুধু তাই নয়, যাঁদের ভোট সেনাপতি করা হয়েছিল, তাঁদের অনেককেই কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন কিছু প্রার্থী। ফলে অস্বস্তিতে গেরুয়া নেতারা।

কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা নিয়েও ক্ষোভ রয়েছে। শুধু কর্মীরাই নন, অনেক পুরনো নেতাও মাঠে নামেননি। সোমবার দুপুরে রাজ্য দপ্তরে বৈঠকের পর সমস্যা আরও বাড়ল। তার আভাস ওই বৈঠকে রাজ্য সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর বক্তব্য। যেখানে তিনি বলেছেন, “আপনারা তো দেখছি ভোটের আগেই হেরে বসে আছেন।” মালব্যর এই মন্তব্য নিয়ে তৃণমূলের বক্তব্য, বিজেপির যিনি ডিফেন্ড করবেন তিনিই বলছেন হেরে গিয়েছি। তৎকাল বিজেপির জন্য পুরনো বিজেপি সরে গিয়েছে। হতাশা থেকেই অমিত মালব্য এইসব কথা বলছেন।

[আরও পড়ুন: ‘মিথ্যে বলা বন্ধ হোক’, বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement