shono
Advertisement

করোনা মোকাবিলায় নজির, কলকাতা পুরসভার উদ্যোগে শুরু বাড়ি বাড়ি গিয়ে কোভিড টেস্ট

রিপোর্ট পজিটিভ হলে নেওয়া হবে যথোপযুক্ত ব্যবস্থা। The post করোনা মোকাবিলায় নজির, কলকাতা পুরসভার উদ্যোগে শুরু বাড়ি বাড়ি গিয়ে কোভিড টেস্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:28 PM Aug 23, 2020Updated: 02:53 PM Aug 23, 2020

গৌতম ব্রহ্ম: কর্মসূচি ঘোষণার একদিনের মধ্যে বাস্তবায়ন। কলকাতা পুরসভার ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ (Covid testing to your doorstep) কর্মসূচি অনুযায়ী উমাকান্ত সেন লেনের সূর্যকিরণ আবাসনের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হল। মোট ৬৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা হয়। মাত্র ৩০ মিনিটের মধ্যেই পরীক্ষার রিপোর্ট হাতে পান তাঁরা। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন। 

Advertisement

করোনা মোকাবিলায় পাড়ায়-পাড়ায় ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি শনিবার ঘোষণা করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, “যদি শিবিরে কোন ব্যক্তির উপসর্গ থাকা সত্ত্বেও ‘করোনা নেগেটিভ’ আসে তবে তাঁর লালারস বিনা খরচে আরটি-পিসিআর পরীক্ষা করাবে পুরসভাই।” শিবিরের জন্য ক্লাব বা প্রতিষ্ঠানকে যোগাযোগ করতে হবে পুরমন্ত্রীর নিজস্ব হোয়াটঅ্যাপ নম্বরে (৯৮৩০০৩৭৪৯৩)। পাঠাতে হবে ক্লাবের নাম, ঠিকানা ও ফোন নম্বর। পুরকর্তাদের দাবি, দেশের মধ্যে কলকাতাই প্রথম নগর নিগম যেখানে করোনা মোকাবিলায় ‘বাড়ির দরজায় কোভিড টেস্টিং’ চালু করছে।

[আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ না বলায় দমদমে তৃণমূল কর্মীকে মার, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি]

সেই অনুযায়ী পুরমন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের ঠিকানা ১এ উমাকান্ত লেনের সূর্যকিরণ আবাসনের বাসিন্দারা। তারপর রবিবার সকাল থেকেই ওই আবাসনে করোনা পরীক্ষা শুরু হয়ে যায়। তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “আবাসনে ৩০০ মানুষ রয়েছেন। প্রাথমিক পর্বে ৬৪ জনের অ্যান্টিজেন টেস্ট হয়। উপসর্গ থাকা সত্ত্বেও কারও রিপোর্ট নেগেটিভ আসলে তাঁর লালারস সংগ্রহ করে আরটি পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হবে। পজিটিভ হওয়া বাসিন্দাদের নিয়ম মেনে হয় হোম আইসোলেশন কিংবা সেফ হোমে পাঠানো হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের হাসপাতালেও ভরতি করা হতে পারে।” তবে রিপোর্ট আসার পর জানা যায় প্রত্যেকেই নেগেটিভ।

ভয়ংকর হয়ে ওঠা কোভিডের মোকাবিলায় টেস্টিংকে মূল মন্ত্র করেছে রাজ্য সরকার। আইসিএমআরের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এর আগে চেতলাতে কোভিড নির্ণয়ের জন্য ব়্যাপিড টেস্ট হয়েছে। কিন্তু একেবারে দরজায় গিয়ে ব়্যাপিড টেস্ট এই প্রথম। শান্তনু সেনের আশা, এই প্রকল্প কোভিড মোকাবিলায় গেম চেঞ্জার হয়ে উঠবে।

[আরও পড়ুন: বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সারা, ৩-৪ দিনের মধ্যেই রাজনীতিতে ফিরছেন তথাগত রায়!]

The post করোনা মোকাবিলায় নজির, কলকাতা পুরসভার উদ্যোগে শুরু বাড়ি বাড়ি গিয়ে কোভিড টেস্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement