সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে 'গোট ট্যুর' সেরে বুধবার সকালেই আবেগঘন ভিডিওবার্তা ভাগ করে নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্তিনীয় কিংবদন্তির সেই পোস্টেই জ্বলজ্বল করছে করিনা কাপুরের ছবি। আর সেই লেন্সবন্দি মুহূর্ত দেখে আহ্লাদে আটখানা বেবো! মেসির সঙ্গে সাক্ষাতের নেপথ্যের কারিগর যে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি অভিনেত্রী।
বড়ছেলে তৈমুর আলি খান যে লিওনেল মেসির 'জাবরা ফ্যান', সেকথা বহু আগেই ফাঁস করেছিলেন করিনা কাপুর। অতঃপর রবিবার ওয়াংখেড়ের মাঠে 'ফুটবলের রাজপুত্র'র সঙ্গে দুই সন্তানকে দেখা করানোর সুযোগ হাতছাড়া করেননি বেবো। ওয়াংখেড়ের মাঠ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেসিকে সামনে পেয়ে তৈমুরের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। হাজার হোক নবাবপুত্রের স্বপ্নের নায়ক তিনি। আর তৈমুরের শখপূরণের জন্যই এদিন শশব্যস্ত শিডিউল সরিয়ে ওয়াংখেড়ের মাঠে মেসির সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন বেবো। কিন্তু সাক্ষাৎ সারতে গিয়ে যে আর্জেন্তিনীয় কিংবদন্তির ভারত সফরের ভিডিওয় ঠাঁই পাবেন, তেমনটা বোধহয় ভাবেননি করিনা! অতঃপর বুধবার মেসি ভিডিও পোস্ট করতেই আনন্দে আত্মহারা করিনা কাপুর। কিংবদন্তি ফুটবলারের পোস্ট করা ভিডিও শেয়ার করে বড়ছেলের উদ্দেশে তিনি লিখেছেন, "তৈমুর এটা তোমার জন্যই সম্ভব হল।"
উল্লেখ্য, মেসির মায়ানগরীর অনুষ্ঠানে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ, শিল্পা শেট্টি, গীতা বসরা-সহ একাধিক তারকা। তবে মেসির ভিডিওতে ঠাঁই পেয়েছেন একমাত্র নবাব বেগমই। আর সেই প্রেক্ষিতেই ছেলের ফুটবল উন্মাদনাকে ধন্যবাদ জানান বেবো। একবার এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, “তৈমুর মুম্বই ছেড়ে আর্জেন্টিনা চলে যেতে চায়। কারণ ও অভিনেতা নয়, ফুটবল প্লেয়ার হতে চায়। আরেকটু খোলসা করে বললে, তৈমুর চায় মেসির মতো ভালো ফুটবলার হতে।” অতঃপর ওয়াংখেড়ের মাঠে 'ফুটবলের রাজপুত্র'র সঙ্গে সাক্ষাৎ যে করিনার স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
