সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং আরজেডি। এবার নীতীশকে ভর্ৎসনা করলেন জম্মুও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর বলেন, “নীতিশ একসময়ে ধর্মনিরপেক্ষ নেতা হিসাবে পরিচিত ছিলেন। এখন তিনি তাঁর আসল রং দেখাচ্ছেন।” তিনি আরও বলেন, “কয়েক বছর আগে মেহবুবা মুফতি একটি ভোটকেন্দ্রের ভিতরে একজন বৈধ ভোটারের বোরখা খুলে দিয়েছিলেন। সেই কাজটি একেবারে ভুল ছিল। নীতীশের ঘটনাটি সেটি মনে করিয়ে দিল। বিহারের মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন, তা ক্ষমার অযোগ্য।” তাঁর সংযোজন, “ওই তরুণীকে মঞ্চে ডেকে এভাবে অপমান করা সম্পূর্ণ ভুল।”
ঠিক কী ঘটেছিল? সোমবার পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ।সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেই সময়েই হিজাব পরিহিতা জনৈক তরুণী মঞ্চে ওঠেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল), হাসিমুখেই নীতীশ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। তবে পরক্ষণেই বিহারের মুখ্যমন্ত্রী যা করলেন, তাতে নিন্দার ঝড় রাজনৈতিকমহল থেকে সমাজমাধ্যমে। দেখা যায়, তরুণীর হিজাবে হ্যাঁচকা টান মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন ওই তরুণীও! তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি। গোটা ঘটনায় নীতীশের নিন্দায় সরব হয় কংগ্রেস এবং আরজেডি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ওমর।
