কলহার মুখোপাধ্যায়: মহিষবাথানের উদয়নপল্লি এলাকায় কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল এক টিসিএস কর্মীর মৃতদেহ। মৃত্যুর কারণ ঘিরে রহস্য এখনও কাটেনি। ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
এদিন সকালে উদয়নপল্লির বাসিন্দারা কেষ্টপুর খালে একটি মৃতদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বিধাননগর হাসপাতালে পাঠায়। মৃত যুবকের পোশাকের পকেট থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড দেখে তাঁর প্রাথমিক পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম নিকেত সিং। টিসিএসের কর্মী তিনি। এ শহরে তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে। তবে তাঁর বাড়ি কোথায়, সে বিষয়েও এখনও বিস্তারিত কোনও তথ্য মেলেনি।
[আরও পড়ুন: শিশু চুরিতে কাঠগড়ায় নার্সিংহোম, তদন্তে গিয়ে হাতেনাতে অনিয়ম ধরলেন স্বাস্থ্য আধিকারিক]
তবে যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। বেশ কয়েকদিন ধরে মৃতদেহ খালে পড়ে রয়েছে, এমনও নয়। তাঁর পরনে ছিল শীতের পোশাক। একটি পায়ে ছিল জুতো, অন্যটি খালি। তবে তাঁর কাছ থেকে ব্যাগ বা অন্য কোনও জিনিস এখনও উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ তাঁরা। তাঁদের সঙ্গে কথা বলে যুবকের বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য পাওয়ার চেষ্টা করবে পুলিশ।
[আরও পড়ুন: CAA বিক্ষোভের জেরে উত্তরবঙ্গে রেল পরিষেবা বন্ধ, বাসের টিকিটে কালোবাজারির অভিযোগ]
The post কেষ্টপুর খাল থেকে উদ্ধার টিসিএস কর্মীর দেহ, চাঞ্চল্য মহিষবাথানে appeared first on Sangbad Pratidin.
