shono
Advertisement

Breaking News

Kolkata Durga Puja: এবার কলকাতার পুজো উদ্বোধনে অমিত শাহ, আসছেন আগামী সপ্তাহেই

বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই পুজোর মূল উদ্যোক্তা।
Posted: 05:17 PM Oct 12, 2023Updated: 01:34 PM Oct 13, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই অমিত শাহ (Amit Shah) আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। দলের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে। এর আগে বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) শহরে আসার খবর শোনা গিয়েছিল। ষষ্ঠীর দিন তাঁর আসার কথা। তবে তার আগে ১৬ তারিখ আসার কথা অমিত শাহর। উদ্বোধন করবেন শহরের নামী পুজোর। তাঁর সফরের খবরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির অন্দরে।

Advertisement

সন্তোষ মিত্র স্কোয়্যারের (Santosh Mitra Square) পুজো উত্তর কলকাতার (North Kolkata) অন্যতম বিখ্যাত দুর্গাপুজো। প্রতি বছর দর্শনার্থীদের প্যান্ডেল হপিংয়ের তালিকায় এই পুজো থাকেই। এই পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার (KMC) কাউন্সিলর সজল ঘোষ। তিনি একাধিকবার অমিত শাহকে অনুরোধ করেছিলেন পুজো উদ্বোধন করার জন্য। সূত্রের খবর, সেই অনুরোধেই শাহ আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের তরফে অমিত শাহর উদ্বোধনের খবর জানানো হয়েছে।

[আরও পড়ুন: ‘শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন’, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির]

২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো (Durga Puja) কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি। সেবার ইজেডসিসিতে (EZCC) দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও। এবারে বিজেপি আর দলীয় ব্যানারে পুজো করছে না। পুজো করার জন্য ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি হয়েছে। যাতে যুক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সেলের নেতারা। এবার অমিত শাহ, জে পি নাড্ডা সকলেই আসছেন কলকাতার পুজোয়।

[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর চোখে সুচ ফুটিয়ে খুন! কাঠগড়ায় স্ত্রী ও প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement