shono
Advertisement
Kolkata Metro

সরস্বতী পুজোয় কোপ! বইমেলার জন্য রবিবারে ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো

আগামিকাল শুক্রবার নেতাজির জন্ম দিন। সঙ্গে সরস্বতী পুজোও। এদিন কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ। ব্লু লাইনে ২৭২টি মেট্রোর মধ্যে ২৩৬টি মেট্রো চলবে।
Published By: Subhankar PatraPosted: 12:37 PM Jan 22, 2026Updated: 01:49 PM Jan 22, 2026

আজ, বৃহস্পতিবার ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন। বইপ্রেমীদের কথা মাথায় রেখে, তাঁদের সুবিধার্থে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালাবে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ১৩০টি মেট্রোর পরিবর্তে ১৬০টি মেট্রো চালানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর দিন ব্লু ও ইয়োলো লাইনে কম মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বইমেলার জন্য ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। প্রতি রবিবারের মতোই দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের শেষ মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়েছে। রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে মেট্রোটি। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। ওই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ পরিষেবার কোনও বদল করা হয়নি।

এদিকে আগামিকাল শুক্রবার নেতাজির জন্ম দিন। সঙ্গে সরস্বতী পুজোও। এদিন কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (যদিও কবি সুভাষ স্টেশন বন্ধ। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত) লাইনে ২৭২টি মেট্রোর মধ্যে ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি করে আপ ও ডাউন মেট্রো চলবে। তবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দু'টি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোর (Kolkata Metro) সময়তে বদল করা হয়েছে। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। তাছাড়া মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর সময়ে বদল করা হয়েছে। মেট্রোটি রাত ৯টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২৩ তারিখ ব্লু লাইনের পাশাপাশি ইয়োলো লাইনেও মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। ১২০টি মেট্রোর বদলে আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চালানো হবে। এই লাইনে সকালে প্রথম মেট্রো চালানোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। রাতে শেষ মেট্রোর ক্ষেত্রে সময়সূচি বদল করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ছে, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৯ট ১৮ মিনিটে। অরেঞ্জ ও পার্পেল লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়ছে কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement