shono
Advertisement
Kolkata Metro

কবি সুভাষ নয়, আগামী সপ্তাহে বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো চালু

জেনে নিন নতুন রুটে মেট্রোর সময়সূচি।
Published By: Sucheta SenguptaPosted: 06:32 PM Dec 13, 2025Updated: 06:44 PM Dec 13, 2025

নব্যেন্দু হাজরা: সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েকমাস ধরে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ। এই স্টেশনটি সোজা দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ পৌঁছনোর সংযোগকারী স্টেশন। সেই পথ পুজোর আগে চালুও হয়ে গিয়েছে। কিন্তু কবি সুভাষ বন্ধ থাকায় সরাসরি জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা এতদিন পাওয়া যাচ্ছিল না। এবার সেই সমস্যার সমাধান। আগামী সপ্তাহ থেকে সরাসরি বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রো মিলবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রোযাত্রীদের এই সুখবর শুনিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি মেট্রো পরিষেবা মিলবে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। একনজরে দেখে নিন সময়সূচি - 

  • সোম থেকে শুক্র - সপ্তাহে পাঁচদিন একজোড়া মেট্রো চলবে জয়হিন্দ থেকে দমদম বিমানবন্দর রুটে।
  • দিনের প্রথম জয়হিন্দ-শহিদ ক্ষুদিরাম মেট্রো মিলবে সকাল ৯টা ৩৬ মিনিটে। মেট্রোটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের প্রতিটি স্টেশন হয়ে পৌঁছবে শহিদ ক্ষুদিরামে।
  •  রাত ৯টায় আরেকটি মেট্রো ছাড়বে জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরামগামী।

আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হলে বিমানবন্দর থেকে কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনের প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা।

ইয়েলো লাইন অর্থাৎ জয়হিন্দ বা দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রুটটি এতদিন সংক্ষিপ্তই ছিল। নোয়াপাড়ায় নেমে ফের মেট্রো বদলে যাত্রীদের ব্লু লাইনের মেট্রো ধরতে হতো। এবার সেই সমস্যা আংশিক হলেও সমাধান হতে চলেছে। দিনে অন্তত দুটি মেট্রো পাওয়া যাবে যা সরাসরি জয়হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে। তবে উলটোদিকে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দর যাওয়ার সরাসরি কোনও মেট্রো এখনই চালু হচ্ছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেট্রোযাত্রীদের জন্য সুখবর! বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু।
  • ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দিনে একজোড়া সরাসরি মেট্রো চলবে।
  • সোম থেকে শুক্র পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে।
Advertisement