shono
Advertisement
Kolkata Metro

বছরের শেষ দিনে বাড়তি পরিষেবা, ব্লু লাইনে বেশি রাতে পর্যন্ত চলবে মেট্রো

একনজরে দেখে নিন দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামে শেষ মেট্রোর সময়সূচি।
Published By: Sucheta SenguptaPosted: 06:47 PM Dec 29, 2025Updated: 07:49 PM Dec 29, 2025

নব্যেন্দু হাজরা: আনন্দ, উৎসবের আবহে বছরকে বিদায় জানিয়ে শেষ দিনটি রাস্তায় নামে প্রচুর মানুষ। অনেকেই গোটা রাত পথে কাটিয়ে নতুন বছরের নতুন সূর্যোদয় দেখে তবেই ঘরে ফেরেন। কেউ আবার বেশি রাত করে রাস্তায় বেরন। তাঁদের কথা ভেবে এ বছর ৩১ ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ওইদিন রাতে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে চলবে বাড়তি অন্তত ৮টি মেট্রো। তার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। ঘনঘন ব্লু লাইনের মেট্রোয় নানা কারণে পরিষেবা ব্যাহত হওয়া সত্ত্বেও বছরশেষে বাড়তি ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রোর ঘোষণায় খুশি যাত্রীরা।

Advertisement

সোমবার মেট্রোর তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউনে ৪টি করে বাড়তি মেট্রো চলবে। দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। ঘোষণা হয়েছে সময়সূচিও। একনজরে দেখে নিন -

  • ৩১ ডিসেম্বর রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ৩টি বাড়তি মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫২, ১০টা ৫ এবং ১০টা ১৮-এ।
  • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের বাড়তি মেট্রো মিলবেরাত ৯টা ৫৪, ১০টা ৪ এবং ১০টা ১৭ মিনিটে।
  • এদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে।

গ্রিন, ইয়েলো লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ও জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত রুটে কোনও বাড়তি মেট্রো নেই। তবে যাত্রীদের একটাই বক্তব্য, বর্ষশেষের রাতে বাড়তি মেট্রো পাওয়া যাক বা না যাক, পরিষেবা যেন মসৃণ হয়। যাত্রীরা যেন নিরাপদে ফিরতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষশেষের রাতে মিলবে বাড়তি মেট্রো পরিষেবা।
  • ব্লু লাইনে আপ ও ডাউনে ৪ জোড়া মেট্রো চলবে।
  • একনজরে দেখে নিন দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামে শেষ মেট্রোর সময়সূচি।
Advertisement