shono
Advertisement
Lalbazar

বিচারপতি পরিচয়ে সরকারি টেন্ডার হাতানোর ছক! লালবাজারের পাতা ফাঁদে গ্রেপ্তার জালিয়াত

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 12:58 PM Mar 24, 2025Updated: 12:58 PM Mar 24, 2025

অর্ণব আইচ: নিজেকে হাই কোর্টের বিচারপতি বলে পরিচয় দিয়ে সরকারি টেন্ডার হাতানোর ছক! ফোন পেয়ে সন্দেহ হয় এক প্রশাসনিক কর্তার। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পেরে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে নালিশ করে হাই কোর্ট। তারই ভিত্তিতে ফাঁদ পেতে জালিয়াতকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ব‌্যক্তির নাম পবন পান। ওই ব‌্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব‌্যক্তিকে ফোন করে নিজেকে হাই কোর্টের এক বিচারপতি বলে পরিচয় দিত। পুলিশ এমনও খবর পায়, কিছু ক্ষেত্রে সে ওই বিচারপতির ছবি নিজের ফোন নম্বরের ডিপিতে রাখতে শুরু করে। যাতে যিনি ফোনে কথা বলছেন, তিনি তাকে বিচারপতি বলেই মনে করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাদেরই ফোন করত সে। মূল লক্ষ‌্য ছিল সরকারি কর্তাদের নম্বরে ফোন করে টেন্ডার হাতানো।

সম্প্রতি রাজ‌্য সরকারের ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ‌্যান্ড ট্রেডিং কর্পোরেশনের এক প্রশাসনিক কর্তাকে ফোন করে নিজেকে বিচারপতি বলে পরিচয় দেয়। সে ওই কর্তাকে বলে, তিনি যেন বালি ও কিছু ধাতু সংক্রান্ত টেন্ডারগুলি তার লোকেদেরই দেন। ওই টেন্ডার যেন অন‌্য লোকেদের হাতে না যায়। এক ‘বিচারপতি’র মুখে এই দাবি শুনে হতবাক হয়ে যান সরকারি সংস্থার ওই প্রশাসনিক কর্তা। তিনি সরাসরি হাই কোর্টের এক কর্তাকে ফোন করেন। তিনি পুরো ঘটনাটি জানিয়ে তার সন্দেহের কারণও বলেন। সঙ্গে এও জানতে পারেন, যে নম্বর থেকে তাঁকে ফোন করা হয়েছে, তা আদৌ বিচারপতির নম্বরই নয়।

বিচারপতি যে তাঁকে ফোন করেননি, সেই ব‌্যাপারে নিশ্চিত হন প্রশাসনিক কর্তা। এর মধ্যেই হাই কোর্টের তরফ থেকে বিষয়টি লালবাজারে পুলিশ কমিশনারকে জানানো হয়। পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ মধ‌্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা শুরু করেন তদন্ত। রাজ‌্য সরকারের ওই দপ্তরের মাধ‌্যমেই গোয়েন্দা পুলিশ ফাঁদ পাতে। পবন পানকে ফোন করে জানানো হয় যে, সরকারি দপ্তর তাকেই টেন্ডার দিতে রাজি হয়েছে। সে যেন তার লোকেদের ওই সংস্থার দপ্তরে পাঠিয়ে দেয়। শনিবার বিকেলে বিচারপতির ‘লোক’ সেজে পবন পান নিজেই ওই সরকারি দপ্তরে গিয়ে হাজির হয়। পুলিশের পাতা ফাঁদে পা দিতেই হাতেনাতে ধরা পড়ে সে। তাকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসা হয়। রবিবার তাকে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজেকে হাই কোর্টের বিচারপতি বলে পরিচয় দিয়ে সরকারি টেন্ডার হাতানোর ছক!
  • ফোন পেয়ে সন্দেহ হয় এক প্রশাসনিক কর্তার। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পেরে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে নালিশ করে হাই কোর্ট।
  • তারই ভিত্তিতে ফাঁদ পেতে জালিয়াতকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা।
Advertisement