shono
Advertisement
Bankura

নিত্যদিন বউমার সঙ্গে ঝগড়া? বাঁকুড়ায় ঘরের মধ্যে মিলল শাশুড়ির গলাকাটা দেহ!

ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পুত্রবধূকে।
Published By: Suhrid DasPosted: 07:53 PM Mar 24, 2025Updated: 08:33 PM Mar 24, 2025

অসিত রজক, বিষ্ণুপুর: ঘরের মেঝেয় পড়ে শাশুড়ির গলাকাটা মৃতদেহ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বউমাকে। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুর থানার জলিঠ্যা নাপিতপাড়ায়। মৃতার নাম পূর্ণিমা রানা (৫৮)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বেশ কয়েক দিন ধরেই ঝামেলা চলছিল বলে অভিযোগ। সেই আক্রোশ থেকেই কি এই খুন? প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে স্বামী, ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন পূর্ণিমা রানা। অভিযোগ, পুত্রবধূ রিঙ্কু রানার সঙ্গে পূর্ণিমার নিত্যদিন মতবিরোধ লেগে থাকত। ঝগড়াও চলত প্রায়শই। আজ সোমবার সকালেও দু'জনের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ। সেসময় পরিবারের অন্য দুই সদস্য বাড়ি ছিলেন না। মৃতার স্বামী সুশীল রানা দুপুরে বাড়ি ফিরে আসেন। ঘরের মধ্যে ঢুকে ওই ভয়ানক ঘটনা দেখতে পান। ওই বাড়িতেই বউমাকে অন্য ঘরে দেখা যায়। কীভাবে এই ঘটনা ঘটল? সেই বিষয়ে পুত্রবধূ নিরুত্তাপ ছিলেন বলে অভিযোগ।

ঘরের মেঝেয় পূর্ণিমা রানাকে পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ। তাঁর গলায় গভীর ক্ষত ছিল। গলায় ধারালো অস্ত্র চালানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ধারালো অস্ত্রের ঘায়েই তাঁকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে এমনই মনে করছেন তদন্তকারীরা। শাশুড়িকে খুনের অভিযোগের ভিত্তিতে ওই পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের ঘরে মিলল শাশুড়ির গলাকাটা মৃতদেহ।
  • সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুর থানার জলিঠ্যা নাপিতপাড়ায়।
  • মৃতার নাম পূর্ণিমা রানা (৫৮)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement