shono
Advertisement

মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন, সরানো হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে

সরানো হয়েছে ডায়মন্ড হারবার থানার এসডিপিওকে৷ The post মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন, সরানো হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM May 16, 2019Updated: 08:54 AM May 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহের প্রচার মিছিল চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় তোলপাড় তিলোত্তমায়৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা৷ এই ঘটনার পর থেকে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে বুধবারই দাবি করেছিল নির্বাচন কমিশন৷ নজিরবিহীনভাবে কমিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচারের সময়সীমাও৷ তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও এই ঘটনায় কঠোর পদক্ষেপ কমিশনের৷ এবার সরিয়ে দেওয়া হল আর্মহাস্ট স্ট্রিট থানার ওসি এবং ডায়মন্ড হারবারের এসডিপিও-কে৷ এছাড়াও কে বা কারা মূর্তিটি ভাঙল, তা খতিয়ে দেখার জন্য গঠন করা হল সিট৷ ডিসি নর্থের তত্ত্বাবধানে ছ’জন সদস্য ওই ঘটনার তদন্ত করবেন৷ 

Advertisement

[ আরও পড়ুন: শেষ দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরাল কমিশন]

সপ্তম দফার নির্বাচনী প্রচারে মঙ্গলবার রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব শহরে পা রাখার আগে থেকেই শুরু হয় উত্তেজনা৷ মিছিলের আগেই ব্যানার, ফেস্টুন সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত৷ ভাঙচুর করা হয় নির্বাচন কমিশনের গাড়িও৷ তবে সেই অশান্তির পর আবারও শুরু হয় মিছিল৷ এদিন সন্ধেয় অশান্তির জেরে একদল লোকজন ঢুকে পড়ে বিদ্যাসাগর কলেজে৷ ওই কলেজের ভিতরে থাকা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিকে টেনে বের করে আনা হয়৷ এরপর ভেঙে ফেলা হয় ওই মূর্তি৷ কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের গুন্ডাবাহিনী৷ যদিও সেই অভিযোগ বারেবারেই নস্যাৎ করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী৷ তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত গেরুয়া শিবির৷

[ আরও পড়ুন: ‘এটা বিজেপির প্ল্যান্টেড গেম’, কমিশনের সমালোচনায় সরব ক্ষুব্ধ মমতা]

এদিকে, এই ঘটনার পর থেকে রাজ্যে অশান্তির আবহ তৈরি হয়েছে বলেই দাবি নির্বাচন কমিশনের৷ তাই বুধবার সন্ধেয় রীতিমতো সাংবাদিক বৈঠক করে ভোটের প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়৷ বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে আর কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না বলেই নির্দেশ দেওয়া হয়েছে৷ এরপর বৃহস্পতিবার এই ঘটনার জেরে আর্মহাস্ট স্ট্রিট থানার ওসি এবং ডায়মন্ড হারবারের এসডিপিও-কে সরিয়ে দেওয়া হল৷ এর আগেও একাধিক পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে৷ এমনকী সদ্যই রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন৷ যদিও প্রতিটি ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধিই দেখছে রাজ্য প্রশাসন৷

The post মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন, সরানো হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement