shono
Advertisement
Kolkata

ম্যাট্রিমনি সাইটে আলাপ, ঘনিষ্ঠতার নামে হোটেলে ডেকে বাংলার যুবকের সর্বস্ব লুট! গ্রেপ্তার তরুণী ও বাংলাদেশি যুবক

অভিযোগ, কফি খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট করে নেয় তরুণী।
Published By: Sayani SenPosted: 12:42 PM Aug 01, 2025Updated: 01:04 PM Aug 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ম্যাট্রিমনি সাইটে নিজের ছবি আপলোড করেন। আলাপ হয় এক তরুণীর সঙ্গে। কথাবার্তা বলার পর মুখোমুখি দেখা করার পালা। এয়ারপোর্ট আড়াই নম্বর গেট এলাকার একটি হোটেলে দেখা করার পরিকল্পনা করেন দু'জনে। ওই হোটেলে গিয়ে বিপত্তি। সর্বস্ব খুইয়ে পুলিশের দ্বারস্থ যুবক। প্রতারণার অভিযোগে ওই তরুণী এবং তার সঙ্গী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

Advertisement

গত ২৭ জুলাই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। যুবকের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। ছবি ম্যাট্রিমনি সাইটে আপলোড করেন। সেই সূত্র ধরে তরুণীর সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। এয়ারপোর্ট আড়াই নম্বর গেট লাগোয়া হোটেলে যুবকের সঙ্গে তরুণী দেখা করার সিদ্ধান্ত নেন। যুবককে শৌচালয়ে যেতে বলেন। সেই ফাঁকে কফি বানাতে শুরু করে তরুণী। অভিযোগ, ওই কফি খাওয়ার পর থেকে তিনি অসুস্থবোধ করেন। অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর আর কিছু মনে নেই।

কয়েকঘণ্টা পর ঘুম ভাঙে যুবকের। দেখেন তাঁর সঙ্গে থাকা মোবাইল, টাকা, ব্যাগ কিছুই নেই। তরুণীও উধাও। এরপর হোটেল কর্তৃপক্ষের সাহায্যে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন যুবক। তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। যুবকের থেকে ফোন নম্বর নিয়ে তরুণীর সঙ্গে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। নিজেদের পাত্র হিসাবে পরিচয় দেন তাঁরা। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে আরেক যুবকের খোঁজ পান তদন্তকারীরা। দমদম ক্যান্টনমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্ত করে পুলিশ জানতে পারে, ওই যুবক বাংলাদেশি। তার কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট, ভিসা বাজেয়াপ্ত করা হয়েছে। তরুণীর দাবি, লুটের জিনিসপত্র তরুণী ওই বাংলাদেশি যুবকের হাতে তুলে দিত। তারপর যুবক সেগুলি নিয়ে বাংলাদেশি চলে যেত। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাট্রিমনি সাইটে আলাপ, ঘনিষ্ঠতার নামে হোটেলে ডেকে বাংলার যুবকের সর্বস্ব লুট!
  • গ্রেপ্তার তরুণী ও বাংলাদেশি যুবক।
  • যুবকের কাছ থেকে বাংলাদেশের ভিসা ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
Advertisement