shono
Advertisement
LPG

রান্নার গ্যাসে বেশি ভরতুকি দিতে ফোন? নতুন প্রতারণা শহরে! সহমত হলেই খোয়াতে পারেন সঞ্চয়

চেতলায় এক ব্যক্তি খুইয়েছেন ১লক্ষ ২৫ হাজার টাকা।
Published By: Suhrid DasPosted: 06:12 PM Mar 26, 2025Updated: 07:04 PM Mar 26, 2025

অর্ণব আইচ: গ্যাস সিলিন্ডারে ভর্তুকি নিয়ে ফোন আসছে বিভিন্ন গ্রাহকের কাছে। কেন্দ্রীয় সরকার সিলিন্ডার পিছু যে টাকা ভর্তুকি দিচ্ছে, এখানে ভর্তুকির অঙ্কের পরিমাণ কয়েক গুণ। আর সেই কথায় ভুলে নিজের তথ্য পাঠালেই বিপদ। কারণ, সেটি আসলে মস্ত বড় ফাঁদ! সেই ফাঁদে পড়ে খোয়াতে পারেন নিজের সঞ্চয়ের টাকা। কলকাতা শহরে এমনই এক প্রতারণা চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই প্রতারণার ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন চেতলার এক ব্যক্তি।

Advertisement

কেন্দ্রীয় সরকারের সিলিন্ডার পিছু দাম ৮২৯ টাকা। ভর্তুকি বাবদ পাওয়া যায় ১৯.৫০ টাকা। কিন্তু কলকাতার বহু বাসিন্দাদের কাছেই ফোন আসছে এই ভর্তুকির বিষয়ে। কেউ বা কারা জানাচ্ছে, সাড়ে ১৯ টাকার বদলে ২০০ টাকার বেশি ভর্তুকি মিলবে। সেই কথায় রাজি হলে এরপরই চাওয়া হয় সেই ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র। আর সেখানেই ঘনাচ্ছে বিপদ। কারণ, প্রতারকরা এভাবেই জাল পেতে গ্রাহকদের ধরছে। মুহূর্তের মধ্যে ফাঁকা হচ্ছে সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দক্ষিণ কলকাতার চেতলায় এই ঘটনা সামনে আসতেই বেড়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, ওই এলাকার বহু এলপিজি গ্রাহকদের কাছেই এই ধরনের ফোন যাচ্ছে। কেবল অডিও কল নয়, বিশ্বাসযোগ্যতার জন্য ভিডিও কলেও কথা বলা হচ্ছে। সাধারণ মানুষরা সেই বিশ্বাসের ফাঁদে জড়িয়ে পড়লেই বিপদ। সেই ফাঁদে জড়িয়ে এক ব্যক্তি ইতিমধ্যেই ১লক্ষ ২৫ হাজার টাকা খুইয়েছেন। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা উধাও হয়ে যায়। সেই ঘটনায় থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। সেখানেও অভিযোগ করা হয়েছে। ওই এলাকার একাধিক ব্যক্তির কাছে এখনও ফোন আসছে বলেও অভিযোগ। এমন কোনও প্ররোচনার ফাঁদে পা না দিতে বলা হচ্ছে পুলিশের তরফ থেকেও। এই প্রতারণা চক্র কত দূর ছড়িয়ে আছে? কারা জড়িত? কোথা থেকে এই প্রতারণা চক্র চলছে? সেই তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্যাস সিলিন্ডারে ভর্তুকি নিয়ে ফোন আসছে বিভিন্ন গ্রাহকের কাছে।
  • কেন্দ্রীয় সরকার সিলিন্ডার পিছু যে টাকা ভর্তুকি দিচ্ছে, এখানে ভর্তুকির অঙ্কের পরিমাণ কয়েক গুণ। আর সেই কথায় ভুলে নিজের তথ্য পাঠালেই বিপদ।
  • কারণ, সেটি আসলে মস্ত বড় ফাঁদ! সেই ফাঁদে পড়ে খোয়াতে পারেন নিজের সঞ্চয়ের টাকা।
Advertisement