অর্ণব আইচ: সাগরপথে তীর্থযাত্রীদের জন্য রাস্তার উপর কিয়স্ক থেকে চা, জল, খাবারের ব্যবস্থা করল লালবাজার। এমনকী, যাত্রীদের বাস খারাপ হয়ে গেলেও যাতে তাঁদের সাগরযাত্রায় সমস্যা না হয়, তার জন্য দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুরে অতিরিক্ত বাস তৈরি রাখছে কলকাতা পুলিশ।
সম্প্রতি কলকাতা পুলিশের প্রত্যেক থানার ওসি ও আধিকারিকদের গঙ্গাসাগর যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা ঠাকুরপুকুরের চড়িয়ালে একটি বিশেষ কিয়স্ক তৈরি করেছে পুলিশ। গঙ্গাসাগর (Gangasagar Mela) যাত্রীরা আসতে শুরু করেছেন শহরে।
গাড়ি বা বাসে করে, মূলত বেহালা, ঠাকুরপুকুরে ডায়মন্ডহারবার রোড হয়ে তাঁরা যাবেন গঙ্গাসাগরের (Gangasagar Mela) দিকে। গাড়ির চালকদের সুবিধার জন্য রাস্তায় চিহ্ন দেওয়া থাকছে। যাতায়াতের পথে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই ঠাকুরপুকুর এলাকায় ওই স্পেশাল কিয়স্ক থেকে যাত্রীদের জল, শুকনো খাবার, বিস্কুট, চা দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এ ছাড়াও কিয়স্কে থাকছে মেডিক্যাল কিট। কিয়স্কে ২৪ ঘণ্টার জন্য থাকছেন পুলিশকর্মীরা। কোনও যাত্রী যদি অসুস্থ হন, তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও প্রয়োজনে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে পুলিশ। ওই কিয়স্কের কাছে তৈরি থাকছে বাস।
কোনও বাস খারাপ হয়ে গেলে পুলিশ ও অতিরিক্ত বাসে করে যাত্রীদের গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যাত্রীদের সুবিধার জন্য দক্ষিণ ২৪ পরগনা তথা ডায়মন্ডহারবার জেলা পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ময়দানেও সাধু ও তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। তাঁদের নিরাপত্তার জন্য অতিরিক্ত সংখ্যক সিসিটিভির ক্যামেরা ময়দানে বসানো হয়েছে। সারাক্ষণই চলছে পুলিশের নজর। যাতে সম্প্রীতি বজায় থাকে ও সোশাল মিডিয়ায় গুজব না ছড়ায়, সেদিকেও নজর রাখছে লালবাজার।
