shono
Advertisement

থার্ড লাইনের কাজ শেষ হলেও স্বাভাবিক হল না হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

শনিবারের পর রবিবারও ট্রেন বাতিল, দেখে নিন পরিবর্তিত সময়সূচি।
Posted: 05:16 PM Sep 17, 2022Updated: 06:17 PM Sep 17, 2022

সুব্রত বিশ্বাস: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবারের মধ্যে হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) শাখায় রসুলপুর-শক্তিগড় থার্ড লাইনের কাজ শেষ হয়েছে। শনিবার থেকে এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু শনিবারও একাধিক ট্রেন বাতিলের কারণে ভোগান্তি জারি রইল নিত্যযাত্রীদের। হাওড়ার ডিআরএম (DRM) মনীশ জৈন বলেন, ”সোমবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।” তাঁর কথা থেকেই স্পষ্ট, রবিবারও ট্রেন চলাচল অনিয়মিতই হবে।

Advertisement

পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, কাজের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains) বাতিল করা হয়েছে। মেন লাইনে বাতিল হওয়া ট্রেন –

  • ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২,৩৭৮৪৪, ৩৭৮৪৬ এবং ৩৭৭৮৪
  • কর্ড লাইনে বাতিল ট্রেন – ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৬৮৪৬ এবং ৩৬৮৫৪

মেন লাইনে যে ট্রেনগুলি মেমারি পর্যন্ত যাবে তার সময়সূচি এরকম – 

  • সকাল ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ছে, ৩৭৮২৫ আপ ট্রেন মেমারিতে পৌঁছনোর কথা সকাল ১১ টা ৫২ মিনিটে
  • ৩৭৮২৭ আপ ট্রেন সকাল ১১ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ১ টা ৭ মিনিটে মেমারিতে পৌঁছবে
  • ৩৭৮২৯ আপ ট্রেন দুপুর ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে মেমারিতে পৌঁছবে দুপুর ২ টো ১৩ মিনিটে
  • ৩৭৮৩১ আপ ট্রেন দুপুর ২ টো ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৩ মিনিটে মেমারিতে পৌঁছবে
  • ৩৭৮৩৩ আপ ট্রেন দুপুর ২ টো ৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, মেমারিতে পৌঁছবে বিকেল ৪ টে ৩৭ মিনিটে
  • ৩৭৮৩৫ আপ ট্রেন দুপুর ২ টো ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা, বিকেল ৪ টে ৩৭ মিনিটে মেমারিতে পৌঁছবে।
  • দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮৩৭ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।

ডাউন মেমারি-হাওড়ার মধ্যে ট্রেনগুলি চলবে দুপুর ১২ টা ৫ মিনিট, দুপুর ১ টা ২০ মিনিট, দুপুর ২ টো ২৫ মিনিটে। তারপর বিকেল ৪ টে ২০ মিনিট, বিকেল ৪ টে ৫০ মিনিট ও বিকেল ৫ টা ২০ মিনিটে মেমারি থেকে হাওড়া আসবে।

[আরও পড়ুন: বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে থাকবে কংগ্রেসই, নাম না করে মমতাকে বার্তা হাত শিবিরের]

কর্ড লাইনে যে ট্রেনগুলো সংক্ষিপ্ত যাত্রা করবে তার সময়সূচি  –

  • ৩৬৮২১: সকাল ৯ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, মশাগ্রামে পৌঁছবে সকাল ১১ টা ১৫ মিনিটে
  • ৩৬৮২৩: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০ টা ১৫ মিনিটে, সকাল ১১ টা ৪৫ মিনিটে মসাগ্রামে পৌঁছবে
  • ৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, মশাগ্রামে পৌঁছবে দুপুর ১ টা ৮ মিনিটে
  • ৩৬৮২৭: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২ টা ৫ মিনিটে, দুপুর ১ টা ৩৫ মিনিটে মশাগ্রামে পৌঁছবে।
  • ৩৬৮২৯: দুপুর ১ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মশাগ্রামে পৌঁছবে দুপুর ৩ টে ১১ মিনিটে।
  • ৩৬৮৩১: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৪৫ মিনিটে, বিকেল ৪ টে ১৫ মিনিটে মশাগ্রামে পৌঁছবে।
  • ৩৬৮৩৩: দুপুর ৩ টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মশাগ্রামে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।

ডাউনে মশাগ্রাম-হাওড়ার মধ্যে যে ট্রেনগুলি চলবে, তা মিলবে সকাল ১১ টা ২৫ মিনিট, সকাল ১১ টা ৫৫ মিনিটে। এরপর দুপুর ১ টা ২০ মিনিট, দুপুর ১ টা ৪৫ মিনিট,দুপুর ৩ টে ২৫ মিনিটে। আর বিকেলে ৪ টে ২৫ মিনিট ও ৫ টা ২০ মিনিটে চলবে।

[আরও পড়ুন: জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরেই ‘নো এন্ট্রি’ দিল্লি দাঙ্গায় অভিযুক্ত সফুরা জারগারকে]

শনিবার যে সব দূরপাল্লার ট্রেন মেন লাইনে, তা বেশ ভুগিয়েছে। আপ কুলিক এক্সপ্রেসে শনিবার যাত্রা করার সময় যাত্রী নিত্যরঞ্জন দাস জানান, রসুলপুর থেকে শক্তিগড় দুই স্টেশন যেতে কয়েক ঘন্টা পেরিয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement