shono
Advertisement

টিএমসিপির রক্তদান শিবিরে তারস্বরে বাজছে মাইক, ভোগান্তি স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের

অভিযোগ, মাইক সরাতে বলা হলেও তাতে কর্ণপাত করেনি উদ্যোক্তারা। The post টিএমসিপির রক্তদান শিবিরে তারস্বরে বাজছে মাইক, ভোগান্তি স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 PM Dec 17, 2019Updated: 02:31 PM Dec 17, 2019

দীপঙ্কর মণ্ডল: রক্তদান শিবিরের নামে স্বাস্থ্যকেন্দ্রের সামনে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কলকাতার হেঁদুয়া এলাকায়। যার ফলে প্রবল সমস্যায় স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা। অভিযোগ, একাধিকবার সমস্যার কথা জানানো হলেও তাতে কর্ণপাত করেননি রক্তদান শিবিরের উদ্যোক্তারা।

Advertisement

মঙ্গলবার কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। স্বাভাবিকভাবেই সেখানে সকালেই থেকেই বহু মানুষের সমাগম। স্থানীয় তৃণমূল নেতাদেরও আনাগোনা দেখা যায় রক্তদান শিবিরে। সূত্রের খবর, রক্তদান শিবির উপলক্ষ্যে সেখানে আসবেন মন্ত্রী সাধন পাণ্ডে। কিন্তু সেই রক্তদান শিবিরের আয়োজনে অতিষ্ঠ কলেজের উলটো দিকে থাকা কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্যকেন্দ্রের রোগী থেকে চিকিৎসকরা। কারণ, রক্তদান শিবির উপলক্ষ্যে সাতসকাল থেকেই তারস্বরে কলেজে বাজছে মাইক। অনবরত চলছে হিন্দি, বাংলা চটুল গান।  

[আরও পড়ুন: মেট্রো স্টেশনে ঢুকে পড়ল পবনপুত্র, আতঙ্কের সঙ্গে ধ্বনিত হল ‘জয় হনুমান’]

স্বাস্থ্যকেন্দ্র্রের চিকিৎসকদের কথায়, “মাইকের শব্দে অসুস্থ রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। এখানে বয়স্ক রোগীরা শব্দের তীব্রতা সহ্য করতে পারছেন না।” আওয়াজের জেরে চিকিৎসায় মনোনিবেশ করতে পারছেন না চিকিৎসকরাও। যার জেরে প্রবল সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকদের অভিযোগ, একাধিকবার রক্তদান শিবিরের উদ্যোক্তাদের মাইক সরাতে বলা হলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। মাইক সরানো তো দূর-অস্ত, আওয়াজও কমানো হয়নি। কিন্তু একটি রক্তদান শিবিরে মাইকের প্রয়োজনীয়তা ঠিক কী? কেনই বা নিয়মের বাইরে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের সামনে সকাল থেকে তারস্বরে বাজানো হচ্ছে মাইক? কেন রোগীদের অসুবিধাকর কথা জানানোর পরও তা উপেক্ষা করে মাইক বাজানো হচ্ছে, উঠছে প্রশ্ন। যদিও এবিষয়ে রক্তদান শিবিরের উদ্যোক্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

The post টিএমসিপির রক্তদান শিবিরে তারস্বরে বাজছে মাইক, ভোগান্তি স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement