shono
Advertisement

২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন, কেমন আছেন বিধায়ক?

একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মদন মিত্র।
Posted: 02:27 PM Dec 26, 2023Updated: 04:50 PM Dec 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মঙ্গলবার দুপুরে এসএসকেএম থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ বিধায়ক। তবে আপাতত মেনে চলতে হবে কিছু নির্দেশ। 

Advertisement

৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র।  তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে। 

[আরও পড়ুন: পঞ্চায়েত হিংসার জের! কাঁথিতে পুড়ল তৃণমূল নেত্রীর বাড়ি, নেপথ্যে বিজেপি?]

কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের (Madan Mitra)। কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। পরবর্তীতে অস্ত্রোপচার করা হয় মদন মিত্রের কাঁধে। তার পরও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মদন। মঙ্গলবার ছুটি পেলেন বিধায়ক। এদিন হুইল চেয়ারে হাসপাতাল থেকে বের করা হয় তাঁকে। 

[আরও পড়ুন: বাড়ির সামনে লরির চাকায় পিষে মৃত্যু খুদের, এলাকাবাসীর বিক্ষোভে অবরুদ্ধ জাতীয় সড়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement