shono
Advertisement
Narkeldanga

পকেটে টান পড়তেই ডেরা ছেড়ে বাইরে, প্রোমোটারকে খুনের চেষ্টায় ধৃত মূল অভিযুক্ত

এক পরিচিতর সঙ্গে দেখা করতে গিয়ে হাতেনাতে পাকড়াও অভিযুক্ত।
Published By: Sayani SenPosted: 09:02 AM Nov 02, 2024Updated: 09:02 AM Nov 02, 2024

অর্ণব আইচ: নারকেলডাঙায় গুলি চালিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে প্রোমোটারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত মহম্মদ জক ওরফে আশু। অপরাধ করে বারাকপুরে লুকিয়ে ছিল সে। পকেটে টান পড়তেই এক পরিচিতর সঙ্গে দেখা করতে আসে সে। তখনই ওই অভিযুক্ত গ্রেপ্তার হয় পুলিশের হাতে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভোররাতে নারকেলডাঙার কাইজার স্ট্রিটে এই ঘটনাটি ঘটে। আব্দুল আবিদ ওরফে ইমরান নামে ওই প্রোমোটারের সঙ্গে কলুটোলার মহম্মদ জকের টাকার লোনদেন নিয়ে গোলমাল ছিল। অভিযোগ, জক ইমরানের কাছে টাকা চাইছিল। কিন্তু তোলা দিতে রাজি ছিলেন না ইমরান। তাই তাঁকে অপহরণ করে টাকা আদায়ের ছক কষে জক। সঙ্গীদের নিয়ে কাইজার স্ট্রিটে ইমরানের বন্ধুর অফিসের কাছে আসে সে। জক ও তর সঙ্গীরা একটি গাড়িতে জককে তুলে অপহরণের চেষ্টা করে। কিন্তু প্রোমোটার ইমরান বাধা দেন। অপহরণে বাধা পেয়ে ওই প্রোমোটারকে কুপিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা পেয়ে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

আব্দুল আবিদ ওরফে ইমরানের আঙুল ঘেঁষে গুলি বেরিয়ে যায়। কিন্তু বাধা দিতে গিয়ে তাঁর শরীরের পাঁচ জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। এর পর জক পালিয়ে যায়। লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন যে, বারাকপুরে লুকিয়ে আছে সে। সম্প্রতি পকেটে টান পড়ায় বিভিন্ন পরিচিত ব‌্যক্তির সঙ্গে অন‌্যান‌্য মোবাইল থেকে যোগাযোগ করতে শুরু করে সে। শুক্রবার এক পরিচিতর কাছে টাকা নিতে মধ‌্য কলকাতায় আসে সে। তখনই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে যায় জক। তাকে জেরা করে অস্ত্রের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নারকেলডাঙায় গুলি চালিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে প্রোমোটারকে খুনের চেষ্টা।
  • গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ জক ওরফে আশু। অপরাধ করে বারাকপুরে লুকিয়ে ছিল সে।
  • পকেটে টান পড়তেই এক পরিচিতর সঙ্গে দেখা করতে আসে সে। তখনই ওই অভিযুক্ত গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
Advertisement