shono
Advertisement
Mamata Banerjee

খুশির ইদে শামিল মমতা-অভিষেক, রেড রোড থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, 'প্ররোচনায় পা দেবেন না'

এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 09:32 AM Mar 31, 2025Updated: 01:15 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছরের মতোই এবারও ইদের সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ওরা চায় বিভাজন।" এরপরই সতর্ক করে বললেন, "কারও প্ররোচনায় পা দেবেন না।"

Advertisement

রেড রোডে মুখ্যমন্ত্রী।

প্রতিবারের মতোই এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল নমাজের। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিতে একহাত নেন মমতা। বলেন, "একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।" মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করলেন মমতা। বললেন, "লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।" বারবার সকলকে সতর্ক করে বললেন, "উসকানিতে পা দেবেন না।"

এদিন অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বললেন, চাঁদের কোনও ধর্ম হয় না। তৃণমূল সেনাপতির কথায়, "মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।" এরপরই বিজেপিকে এক হাত নিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, "জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।" রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে ঘোরেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবছরের মতোই এবারও ইদের সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "ওরা চায় বিভাজন।" এরপরই সতর্ক করে বললেন, "কারও প্ররোচনায় পা দেবেন না।"
Advertisement