shono
Advertisement
I-Pac

'আই প্যাকের সঙ্গে সহযোগিতা করতে হবে', ছাব্বিশের আগে 'বেফাঁস' নেতাদের বুঝিয়ে দিলেন মমতা

ইদানিং আই প্যাক নিয়ে তৃণমূল নেতাদের অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে।
Published By: Subhajit MandalPosted: 01:49 PM Feb 27, 2025Updated: 02:14 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের সর্বস্তরের নেতাদের বৈঠক। তাতে রাজ্য থেকে বুথ-সর্বস্তরের নেতা উপস্থিত। সেই মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আই প্যাকের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করলেন। মমতা স্পষ্ট করে দিলেন, 'আই প্যাকের কথা শুনতে হবে নেতাদের। তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে।' একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, "আই প্যাক সম্পর্কে উলটোপালটা বলা চলবে না।"

Advertisement

ইদানিং আই প্যাক নিয়ে তৃণমূল নেতাদের অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলের কিছু সিনিয়র নেতা আই প্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন। শোনা যায়, দলের অন্দরে আই প্যাক নিয়ে অভিযোগের সংখ্যাটা ক্রমবর্ধমান। এমনকী অতীতে নেত্রীকেও বলতে শোনা গিয়েছে, 'প্যাক ফ্যাক মানি না।' বিশ্লেষকরা মনে করছেন, সেসময় নেত্রী যে আই প্যাকের কথা বলেছিলেন, সেটা প্রশান্ত কিশোরের আই প্যাক। কিন্তু এই আই প্যাক প্রতীক জৈনের। 'নতুন টিমে'র সঙ্গে কাজ করতে বিশেষ অসুবিধা তাঁর নেই। বৃহস্পতিবার দলীয় কর্মীদের সামনে সেটাই স্পষ্ট করে দিলেন তিনি। মমতা বুঝিয়ে দিলেন, তৃণমূল স্তরে সমীক্ষার জন্য একটি এজেন্সির প্রয়োজন তৃণমূলের। সেই এজন্সি প্রতীক জৈনের আই প্যাক। তাই তাঁদের নামে উলটোপালটা না বলে সহযোগিতা করতে হবে।

এদিন ইন্ডোরের সভায় মমতা আই প্যাককেও নিজের করে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি যেমন বলেন, আমার এমপি, আমার এমএলএ, আমার ছাত্রযুব, আমার জেলা সভাপতিরা, সেই তালিকায় এবার 'আমার আই প্যাক' বলেও উল্লেখ করেছেন। প্রকাশ্যে এভাবে এই এজেন্সিকে দলের অংশ হিসাবে দেখানোটা এই প্রথম। মমতা ভাষণের সময়ও এদিন বলেন, "বিজেপির যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবেন। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে।" তিনি স্পষ্ট করে দেন, "পিকের আই প্যাক এটা নয়, এটা একটা নতুন টিম। সবাইকে কো-অপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন।"

আই প্যাক নিয়ে কেন এমন অবস্থান নেত্রীর? আসলে দিন কয়েক আগে আই প্যাকের প্রধান প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মমতা। এজেন্সির এবং দলের নেতাদের মধ্যে সমস্যার জায়গাটা কোথায়? আই প্যাকের কাজটা ঠিক কতদূর বিস্তৃত ওই বৈঠকে সে সব নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বস্তুত আই প্যাককে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের সীমা কতদূর, এবার সংগঠনকেও নেত্রী বুঝিয়ে দিলেন, এজেন্সিকে অমান্য করা চলবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আই প্যাকের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করলেন।
  • মমতা স্পষ্ট করে দিলেন, 'আই প্যাকের কথা শুনতে হবে নেতাদের। তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে।'
  • একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, "আই প্যাক সম্পর্কে উলটোপালটা বলা চলবে না।"
Advertisement