সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন আয়না। যেন নিজের ছোটবেলার সামনে দাঁড়িয়ে থাকা। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বরোদায় পুরোদমে অনুশীলন চলছে। তার মধ্যে ভাইরাল কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল।
নতুন বছরে নতুন পরীক্ষায় ভারতীয় দল। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে কোচ গৌতম গম্ভীরের অধীনে অনুশীলন চলছে টিম ইন্ডিয়ার। শুক্রবার সেই অনুশীলনের ফাঁকেই খুদে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ কোহলির। ব্যাটে অটোগ্রাফ পেয়ে আহ্লাদে আটখানা অনেক ভক্ত। এর মধ্যে নজর পড়েছে এক খুদে ভক্তর উপর। পরনে ভারতের জার্সি। তাঁর ছোট্ট ব্যাটে সই করে দেন কোহলি।
আর সেই খুদের সঙ্গে অনেকে কোহলির ছোটবেলার ছবির মিল পাচ্ছেন। নিজের 'ছোটবেলার' সঙ্গে দেখা করে হাসি থামছিল না কোহলির মুখেও। অনেকে সেই মিল দেখিয়ে ছবি শেয়ার করছেন। এমনকী আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসও দু'জনের ছবি শেয়ার করেছে। সঙ্গে 'রাঞ্ঝনা' ছবির সেই আইকনিক মুহূর্ত। যেখানে নায়কের সঙ্গে যেন আচমকা দেখা হয়ে যায় তাঁর ছোটবেলার। তবে কোহলির 'যমজ' খুঁজে পাওয়া নতুন কিছু নয়। এর আগেও কোহলির মতো দেখতে অনেককে আবিষ্কার করা গিয়েছে। এমনকী বাংলাদেশেও কোহলির এক 'যমজ' ভক্ত রয়েছে।
বরোদার বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা আগেই চলে এসেছিলেন। বিরাট আগের দিন নেটে প্র্যাকটিসও করেছিলেন। শুক্রবার টিমের মোটামুটি সবাই চলে এসেছেন। বিকেল পাঁচটা থেকে মূল স্টেডিয়ামে প্র্যাকটিস ছিল ভারতের। বিরাট কিংবা রোহিত শর্মারা কেউই খুব একটা বেশিক্ষণ ব্যাটিং করেননি।
