সংক্রান্তির দিনে কালীঘাটে বগলা মায়ের মন্দির (Kalighat Bagla Maa Temple) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বুধবার বিকেলে তিনি মন্দির চত্বরে পৌঁছলেন। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী কাসর-ঘণ্টাও বাজালেন।
মকর সংক্রান্তি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম পার্বণ। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পূণ্যার্থী এদিন ভোররাত থেকে ডুব দিয়েছেন। বীরভূমেও এদিন শুরু হয়েছে জয়দেবের মেলা। এদিনই টুসু পরবও রয়েছে। রাজ্যজুড়ে এই মুহূর্তে উৎসবের মেজাজ। সেই আবহেই এদিন কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত ওই মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে লতা বন্দ্যোপাধ্যায় ও ইমন ছিলেন। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুজোর সময়ে মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসেন। পুজো চলাকালীন বেশ কিছু সময় মমতা বন্দ্যোপাধ্যায় কাসর-ঘণ্টা বাজান। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে তিনি বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত ডিসেম্বর মাসে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথাও জানানো হয়। বলেছিলেন, “জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস করব।” সামান্য পিছিয়েছে সময়। দ্বিতীয় সপ্তাহের পরিবর্তে তৃতীয় সপ্তাহে সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ডিসেম্বরেই তার শিলান্যাস হয়েছে। আগামী ২ বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চলতি সপ্তাহেই ২ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে ওই মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ১৭ তারিখ জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে তাঁর। গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন।
