গৌতম ব্রহ্ম: আগামী লোকসভা নির্বাচনে ইভিএম (EVM) বিভ্রাট ঘটাতে পারে বিজেপি। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে মুখ খুললেন তিনি। তাঁর দাবি, বিজেপি যে এই পরিকল্পনা করছে, তার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে INDIA জোটের আগামী বৈঠকে আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
২০২৪ সালের লোকসভা ভোটে জিততে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি! বৃহস্পতিবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন (Nabanna)থেকে ভারচুয়াল কর্মসূচিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। INDIA-র পরবর্তী বৈঠকে এনিয়ে আলোচনা হবে।’’
[আরও পড়ুন: অধিবেশন থেকে ওয়াকআউট বিরোধীদের, লোকসভায় পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল]
এর আগেও বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে তিনি ইভিএম (EVM) কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার ২০২৪ সালে ভোটের আগে একই আশঙ্কার কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। এ মাসের শেষদিকে INDIA জোটের পরবর্তী বৈঠক মুম্বইতে। সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ইভিএম হ্যাকিং নিয়ে আলোচনা করবেন বলে সাফ জানালেন তিনি নিজেই।