ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও বিধান নস্কর, দমদম: ৬ দিনের বিলেত সফর (London Tour) শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দমদম বিমানবন্দরে তাঁকে নিয়ে বিমান অবতরণ করে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেছিলেন প্রচুর দলীয় কর্মী, সমর্থক। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত। স্লোগান ওঠে - 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ!' আসাযাওয়া ও লন্ডনে থাকা শেষে ৮ দিন পর মুখ্যমন্ত্রী শহরে ফিরছেন। ফলে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীও তাঁদের দেখে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। তারপর গাড়িতে উঠে চলে যান।

বিমানবন্দরের বাইরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।
গত শনিবার রাতে ৮টা ২০-র দমদম বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর সফরসঙ্গী ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়া ছিলেন WBTC-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রী সফরসঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ থেকে আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রীর এবারের লন্ডন সফর। রবিবার ২৩ মার্চ দুপুরে তিনি লন্ডন পৌঁছন।
২৪ তারিখ ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান, মঙ্গলে শিল্প সম্মেলন, বুধবার বৈঠক সেরে বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বহু প্রতীক্ষীত ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল সাড়া পড়ে সেখানে। নিজের জীবন সংগ্রামের কথা শোনান বাংলার 'দিদি', বার্তা দেন সম্প্রীতির। তবে তাঁর ভাষণের মাঝে এসএফআই, ইউকে-র জনা কয়েক সদস্য শোরগোল তুলে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করলে তাল কাটে কিছুটা। সেই বাম, অতিবাম সদস্যদের চিহ্নিত করে জনতা কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন। বাকি অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব চলে শান্তিপূর্ণভাবেই।
এরপর শুক্রবার অর্থাৎ ২৮ তারিখ লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দুবাই হয়ে কলকাতা ফেরার বিমানে ওঠেন। শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছিল, ফিরে এসে লন্ডন সফর নিয়ে কিছু বলতে পারেন তিনি। তবে দীর্ঘ উড়ানযাত্রার ক্লান্তিতে সাংবাদিকদের মুখোমুখি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে উঠে পড়েন।আগেই বলেছিলেন, ইদ-রামনবমীর সময় তিনি রাজ্যেই থাকবেন। তাই লন্ডন সফর সংক্ষিপ্ত ছিল। কথা রেখে ইদের আগেই ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিবারের মতো এবারও ৩১ মার্চ, ইদের দিন তিনি যোগ দিতে পারেন রেড রোডের অনুষ্ঠানে।
দেখুন ভিডিও: