shono
Advertisement
Mamata Banerjee

'বারবার বলা সত্ত্বেও নিয়ম মানছে না', পাথরপ্রতিমায় বিস্ফোরণ কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

'কোনও মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না', ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
Published By: Subhankar PatraPosted: 05:39 PM Apr 02, 2025Updated: 06:59 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সোমবার পাথরপ্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণে শিশু-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক কাণ্ডে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যবসা করতে গিয়ে অনেকে নিয়ম মানছেন না। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার বলার পরও কেন এই গাফিলতি? সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, "বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। এক জায়গায় দাহ্য পদার্থ রাখলে যেকোনও সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। সাবধান হোন। দুর্ঘটনায় একটিও প্রাণ যাওয়া কাম্য নয়।" 

Advertisement

লন্ডন থেকে ফিরে এসে আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাথরপ্রতিমার বিস্ফোরণের প্রসঙ্গ তোলেন তিনি। ওই বাজি কারখানার লাইসেন্স ছিল, তা জানিয়ে তিনি বলেন, "যে কাণ্ড ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু ব্যবসায়ী লাইসেন্স হোল্ডার ছিলেন। বাজি ও রান্নার গ্যাস কোনও সময় একসঙ্গে থাকে? এটা থাকা উচিত? বাড়িতে গ্যাস সামলে রাখবে না। একটা ঘটনায় পরিবারের সবাই মারা গেলেন। খুব দুঃখজনক।" এই ঘটনা থেকে ব্যবসায়ীদের শিক্ষা নিয়ে আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। 

সঙ্গে প্লাস্টিক গোডাউনে আগুন লাগা নিয়েও মানুষকে সচেতন থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্লাস্টিক গোডাউনে কিছু রেখে দেবে, সেখান থেকে আগুন লাগবে। এক জায়গায় অনেক দাহ্যপদার্থ রাখলে  যে-কোনও দিন অগ্নিকাণ্ড ঘটতে পারে।" দুর্ঘটনা এড়াতে বিল্ডিংয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পরামর্শ দেন মমতা। একই সঙ্গে একসঙ্গে অনেক দাহ্য পদার্থ মজুত করতেও নিষেধ করেন তিনি। ব্যবসায়ীদের কাছে তাঁর আবেদন, "আপনারা সাবধান হোন। কারও পরিবারে এমন কোনও ঘটনা না ঘটে যাতে একজনও মারা যায়।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাথরপ্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণে শিশু-সহ ৮ জনের মৃত্যু হয়েছে।
  • এই মর্মান্তিক কাণ্ডে ব্যথিত মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়।
  • তবে এই ব্যবসা করতে গিয়ে অনেকে নিয়ম মানছেন না। তা নিয়ে ক্ষোভ ও আক্ষেপ ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়।
Advertisement