shono
Advertisement
Mamata Banerjee

নবান্নেই বিদ্যুতের অপচয়! AC চালানো নিয়ে আধিকারিকদের কড়া নির্দেশ মমতার

সরকারি দপ্তরের বিদ্যুতের খরচ নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী।
Published By: Paramita PaulPosted: 04:44 PM Jun 20, 2024Updated: 04:44 PM Jun 20, 2024

নব্য়েন্দু হাজরা: সরকারি দপ্তরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, বিদ্যুতের বিল কমাতে হবে। দপ্তরের এসি ২৬ ডিগ্রির উপরে চালানো যাবে না। প্রয়োজনে সরকারি প্রতিটি ভবনের মাথায় সোলার প্যানেল বসাতে হবে।

Advertisement

এদিন দুপুর আড়াইটে নাগাদ সমস্ত দপ্তরকে নিয়ে প্রশাসনিক বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু-সহ একাধিক দপ্তরের সচিবরা। ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের মমতার ভর্ৎসনার মুখে পড়তে হয়। সকলকে ভালো করে কাজ করার নির্দেশ দেন।

[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র]

তবে সরকারি দপ্তরের বিদ্যুতের খরচ নিয়ে ক্ষোভ উগড়ে দেন। জানিয়ে দেন, আলো-পাখা বন্ধ রেখে খরচ কমাতে হবে। বিদ্যুতের বিল কমানো নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ২৬ ডিগ্রির উপরে চালানো যাবে না। পাশাপাশি প্রতিটি দপ্তরের মাথায় সোলার প্যানেল বসানোর উপদেশও দিয়েছেন তিনি।

কলকাতায় জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিধাননগরেও জমি দখল হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা। এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কারক দপ্তরের আধিকারিকদের তুলোধোনা করেন। রেয়াত করেননি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। মমতা জানান, জমি বিক্রির সময় কেউ কোনও টাকা চাইলে তা দেবেন না। সরকার কোনও দুর্নীতির ভাগিদার হবে না।

[আরও পড়ুন: ‘ধর্মনিরপেক্ষতার আড়ালে জাতপাত ও ধর্মের রাজনীতি করছে বিরোধীরা’, অভিযোগ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি দপ্তরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নবান্নে প্রশাসনিক বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, বিদ্যুতের বিল কমাতে হবে।
  • দপ্তরের এসি ২৬ ডিগ্রির উপরে চালানো যাবে না।
Advertisement