সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেলেঙ্কারির 'কালো' জল কোথা থেকে কোথায় গড়াল! কেন্দ্রের শাসকদল বারবার কয়লা পাচার, গরু পাচার মামলায় আঙুল তুলেছে বাংলার শাসকদল তৃণমূলের দিকে। পালটা তৃণমূলও প্রশ্ন তুলেছে, সীমান্ত পেরিয়ে যদি কয়লা কিংবা গরু পাচারই হয়, তাহলে তার দায় কার? তাদের দাবি, সীমান্ত পাহারা দেয় বিএসএফ, যারা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে সীমান্ত সুরক্ষা বিঘ্নিত হওয়ার দায় স্বরাষ্ট্র অর্থাৎ অমিত শাহের মন্ত্রকেরই। বৃহস্পতিবার সকাল সকাল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে কয়লা পাচার মামলাতেই ইডি তল্লাশি চালিয়েছে বলে দাবি। আর এখানেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি নিয়ে সরাসরি শাহকে দায়ী করলেন। শুক্রবার হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে তাঁর অভিযোগ, 'গদ্দার' মারফত কয়লা চুরির টাকা যায় অমিত শাহর পকেটে। কীভাবে এই চক্র চলছে, তাও বিস্তারিত বললেন তিনি।
আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে শুক্রবার দুপুরে যাদবপুর এইট বি থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দলীয় নেতা ছাড়াও ছিলেন টলিউডের একঝাঁক তারকা। বিকেল নাগাদ হাজরা মোড়ে সেই মিছিল শেষ হয়। সেখানে জনসভায় বক্তব্য রাখতে উঠে কয়লা পাচার মামলা ও অমিত শাহকে নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''ইডি বলছে, কয়লা পাচার মামলার তদন্ত করতে এসেছিল। আমার প্রশ্ন, কয়লা চুরির টাকা কে খায়, কী করে খায়? গদ্দারের মাধ্যমে টাকা যায়। এখন তো সে 'অ্যাডপটেড সন' হয়ে গিয়েছে। আরেকজন রয়েছে জগন্নাথ। বিজেপির জগন্নাথ টু শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী টু অমিত শাহ - এইভাবে কয়লা চুরির টাকা পকেটে ঢোকে।''
এরপর হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই বিজেপিকে আমরা ভদ্রতা দেখাই। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম। আপনাদের ভাগ্য ভালো যে আমি চেয়ারে আছি, তাই ওই পেনড্রাইভগুলো এখনও ফাঁস করিনি। আমি অনেক কিছু জানি। বলি না, দেশের স্বার্থে, দেশকে ভালোবাসি বলে। আমি সব বলে দিলে, সব ফাঁস করে দিলে তোলপাড় পড়ে যাবে। আমি চাই না, দেশে অস্থিরতা তৈরি হোক। তাই অনেক কিছু জানা সত্ত্বে বলি না।''
কয়লা চুরির অর্থ কীভাবে চক্রাকারে কতদূর পৌঁছচ্ছে, এনিয়ে মুখ্যমন্ত্রীর 'তত্ত্ব'র তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষত তাঁর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়ানো নিয়ে আপত্তি তুলে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়ছেন শুভেন্দু। এক্স হ্যান্ডেল পোস্টে সেকথা জানিয়েছেন তিনি।
