shono
Advertisement

Mamata Banerjee: কাজে-আবাসে ‘দুর্নীতি’ খুঁজতে রাজ্যে কেন্দ্রীয় দল, ‘ওঁরা পকেটমার’, পালটা মমতার

রাজ্যের প্রাপ্যের দাবিতে সংসদ সরব রাজ্য়ের শাসকদলের সাংসদরা।
Posted: 01:39 PM Dec 06, 2023Updated: 02:45 PM Dec 06, 2023

নব্যেন্দু হাজরা: রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। প্রাপ্যের দাবিতে সংসদ সরব রাজ্য়ের শাসকদলের সাংসদরা। তবু হেলদোল নেই কেন্দ্রের। এর মধ্যেই ফের একবার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার ‘গরমিল’ খুঁজতে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের তরফে পঞ্চায়েতদপ্তরকে লেখা চিঠিতে জানানো হয়েছে, তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। তা খুঁজতে ফের বাংলায় আসছে প্রতিনিধি কেন্দ্রীয় দল। যদিও এই কেন্দ্রীয় দলের পরিদর্শনকে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। ও করেগা, হাম লড়েগা।”

Advertisement

চিঠিতে অভিযোগ করা হয়েছে, ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল জমানায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা খুঁজতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। আগামী ১৫ ডিসেম্বর মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকে রিপোর্ট জমা করতে হবে। আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় দল যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার নদিয়া যাবে তারা।

[আরও পড়ুন: ‘আবার খেলা হবে’, তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার]

তৃণমূল বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি, কেন্দ্র বাংলার প্রাপ্য আটকে রেখেছে। চিঠি, আন্দোলন, মন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরও ১ টাকাও ছাড়েনি কেন্দ্র। শীতকালীন অধিবেশনে রাজ্যে বকেয়া নিয়ে সংসদে সরব হয়েছেন রাজ্য়ের সাংসদরা। এর মধ্যেই ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। ওরা যা ইচ্ছে করুক। আমরা লড়ব।”

[আরও পড়ুন: প্রেমের ফাঁদে পা দিয়েই আত্মঘাতী হচ্ছে বাঙালি! সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement