shono
Advertisement
Jagadhatri Puja 2025

রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা অভিষেকেরও

আজ জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী।
Published By: Tiyasha SarkarPosted: 11:53 AM Oct 29, 2025Updated: 02:46 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, বুধবার জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর জন্যে দেবীর আশীর্বাদ প্রার্থনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

 

দুর্গাপুজো, কালীপুজো শেষ। তবে উৎসবের মরশুম এখনও বাংলায়। রাজ্যের চন্দননগর এবং কৃষ্ণনগরে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। চারদিনের পুজো হলেও বাংলায় মূলত নবমীতেই হয় জগদ্ধাত্রী আরাধনা। এদিনই নিয়ম মেনে হয় পুজোপাঠ। নবমীতেই ছুটি থাকে। তবে অষ্টমী থেকেই সর্বত্র পুজোর আমেজ। বুধবার মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, 'সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা।'

এদিনই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "সকলকে জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা। মা জগদ্ধাত্রী আমাদের সাহস ও করুণার সঙ্গে জীবনের পরীক্ষাগুলির মুখোমুখি হওয়ার শক্তি ও প্রজ্ঞা দিয়ে অনুপ্রাণিত করুন। তাঁর ঐশ্বরিক আশীর্বাদ প্রতিটি ঘরকে শান্তি, সমৃদ্ধি এবং স্থায়ী সুখে ভরে তুলুক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাজ্যবাসীর জন্যে দেবীর আশীর্বাদ প্রার্থনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement