shono
Advertisement
Mamata Banerjee

'কেন্দ্র চাইলে আমরাই প্রতিনিধির নাম দিতাম, কেন্দ্রের পাশে আছি', ইউসুফ-বিতর্কে ইতি টানলেন মমতা

সোমবার উত্তরবঙ্গ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এ বিষয়ে দলের ব্যাখ্যা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 12:49 PM May 19, 2025Updated: 02:03 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের ইউসুফ পাঠানের না থাকা বিতর্ক 'অযথা' বলে মন্তব্য করলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন। জানালেন, দলের প্রতিনিধি না পাঠানো মানে কেন্দ্রের সিদ্ধান্ত বয়কট করা নয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল।

Advertisement

মমতার সাফ বক্তব্য, ''আমরা যে প্রতিনিধি পাঠাচ্ছি না বা পাঠাতে চাইছি না, তেমনটা নয়। কেন্দ্র তো দলকে কিছু না জানিয়েই ঠিক করেছে। তাদের কি উচিত ছিল না দলকে এটা জানানো? আমাদের কাছে চাইলে আমরাই প্রতিনিধির নাম পাঠাতাম। কিন্তু তা করেনি। আর আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবে, সেটা তো আমরাই ঠিক করব। এছাড়া আমি লোকসভা, রাজ্যসভায় দলের চেয়ারপার্সন। আমাকেও তো কিছু জানানো হয়নি।'' মুখ্যমন্ত্রীর (WB CM Mamata Banerjee) আরও বক্তব্য, ''এটা নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। আমাদের দলের কেউ বিদেশে যাচ্ছে না, তার মানে এই নয় যে আমরা তা বয়কট করছি। জাতীয় নিরাপত্তা ইস্যুতে  কেন্দ্রের পাশে আছি।'' 

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসের প্রমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে তৈরি হয়েছে সর্বদলীয় এক প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলে সাংসদ, মুখপাত্রদের নিয়ে তৈরি এই দল বিভিন্ন দেশে ঘুরে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খোলার দায়িত্বপ্রাপ্ত। সেই দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র। এই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তারপরই অবশ্য তৃণমূলের তরফে তাঁর নাম প্রত্যাহার করা হয়।

সোমবার সকালে এর ব্যাখ্যা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ছিল, ''কীভাবে একবিন্দু আলোচনা না করে দলের প্রতিনিধির নাম ঠিক করল বিজেপি? তৃণমূলের প্রতিনিধির নাম তৃণমূলই ঠিক করবে, বিজেপি ঠিক করতে পারে না।'' দলনেত্রীর বক্তব্যও সেই একই। তবে ইউসুফ বা তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি  পাকিস্তানের বিরুদ্ধে বিদেশ সফরে না থাকলেও বাংলার শাসকদল যে সবরকমভাবে কেন্দ্রের সিদ্ধান্তের এতটুকুও বিরোধী নয়, তা আরও একবার স্পষ্ট করে এই বিতর্কে ইতি টেনে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক বিরোধিতায় কেন্দ্রের প্রতিনিধি দলের বিদেশ সফরে তৃণমূলের কারও না থাকা বিতর্কে ইতি টানলেন মমতা।
  • 'কেন্দ্র চাইলে আমরাই প্রতিনিধির নাম দিতাম, সেটা তো কেন্দ্র ঠিক করতে পারে না', ইউসুফ বিতর্কে মন্তব্য দলনেত্রীর।
  • কেন্দ্রের পাশে রয়েছে তৃণমূল, ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement