shono
Advertisement
Newtown

অফিসে কাজের মাঝেই বহুতলের ৬ তলা থেকে 'ঝাঁপ', হাসপাতালে নিউটাউনের তথ্যপ্রযুক্তি কর্মী

কর্মক্ষেত্র কিংবা পারিবারিক কোনও অশান্তির শিকার কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 06:18 PM Mar 19, 2025Updated: 07:03 PM Mar 19, 2025

দিশা ইসলাম, সল্টলেক: মানসিক অবসাদ নাকি অন্য কিছু কারণ? ভরদুপুরে নিউটাউনের ইউনিটেক বিল্ডিংয়ের ৬ তলা থেকে ঝাঁপ এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর।

Advertisement

দ্বৈপায়ন ভট্টাচার্য নামে বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। বুধবার দুপুরে অফিসেই মধ্যাহ্নভোজ সারেন। এরপর সকলে যে যাঁর কাজে যোগ দেন। সেই সময় বহুতলের ৬ তলায় যান দ্বৈপায়ন। কেউ খেয়াল করেননি। সহকর্মীদের দাবি, সকলের অলক্ষ্যে ৬ তলা থেকে ঝাঁপ দেন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। দ্বৈপায়নকে নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার চেষ্টাই করেন দ্বৈপায়ন। কী কারণে এমন সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। কর্মক্ষেত্রে কিংবা ওই ব্যক্তি পারিবারিক কোনও অশান্তির শিকার কিনা, তা তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ। দ্বৈপায়নের সহকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরদুপুরে নিউটাউনের ইউনিটেক বিল্ডিংয়ের ৬ তলা থেকে ঝাঁপ এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর।
  • মানসিক অবসাদ নাকি অন্য কিছু কারণ?
  • বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর।
Advertisement