নব্যেন্দু হাজরা: বেলা বাড়লেই পথেঘাটে রঙ খেলায় মাতবেন সকলে। দাপট। তাই সাতসকালে গন্তব্যে পৌঁছনোর প্ল্য়ান করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। দোলের দিন সকালে পাবেন না মেট্রো। পরিষেবা শুরু হবে ২ টোরও পর। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন নয়া সময়সূচি।

এবছর দোল পূর্ণিমা এবং হোলি একই দিনে। শুক্রবার। এদিন অধিকাংশ অফিস, স্কুল, কলেজ বন্ধ। ফলে যাত্রী সংখ্যাও কম। সেই কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচি বদল করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। উলটোদিকে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়। তবে শেষ মেট্রোর সময়সূচি বদলাচ্ছে না। প্রতিদিন এই রুটে ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলযাত্রার দিন মাত্র ৬০টি মেট্রো যাতায়াত করবে।
শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া রুটেও কম সংখ্যক মেট্রো চলাচল করবে। ওইদিন মাত্র ৪২টি মেট্রো চলবে এই রুটে। দু'দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। রাত পৌনে ন'টার বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।
আবার শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলাচল করবে মাত্র ২২টি মেট্রো। এই রুটেও দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। আধঘণ্টা অন্তর মিলবে মেট্রো। তবে অরেঞ্জ এবং পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।