shono
Advertisement
DumDum

গভীর রাতে মদ্যপান নিয়ে বচসা, দমদমের পানশালায় ম্যানেজারকে গুলি দুষ্কৃতীদের!

পুলিশ তদন্তে নেমে এক দুষ্কৃতীকে আটক করেছে।
Published By: Suhrid DasPosted: 01:24 PM Jun 14, 2025Updated: 01:24 PM Jun 14, 2025

বিধান নস্কর, বিধাননগর: মদ্যপান করা নিয়ে বচসা! পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম এলাকায়। পুলিশ তদন্তে নেমে এক দুষ্কৃতীকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, দমদমের মাঠকল এলাকায় ওই পানশালা আছে। গতকাল, শুক্রবার গভীর রাত প্রায় ১টা নাগাদ সেখানে গিয়েছিল জনা তিনেক যুবক। মদ্যপান করা নিয়ে পানশালর কর্মীর সঙ্গে তাদের বচসা শুরু হয় বলে খবর। ক্রমেই দুষ্কৃতীরা উত্তেজিত হয়ে পড়ে। সঙ্গে থাকা বন্দুক বার করে ভয় দেখাতে থাকে দুষ্কৃতীরা। সেসময় সেখানে যান পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। ওই ম্যানেজার গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে। দুষ্কৃতীরাও এলাকা ছেড়ে পালায়।

দ্রুত জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এখন ভর্তি। পিন্টু রুদ্রের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মদ্যপান করা নিয়ে বচসা। পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
  • গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম এলাকায়।
Advertisement