shono
Advertisement

শিয়ালদহ স্টেশনে চুরি যাচ্ছে ঘুমন্ত যাত্রীদের মোবাইল, ভিডিও দেখিয়ে সতর্ক করল RPF

ঘুমন্ত যাত্রীর পকেট থেকে মোবাইল বের করার টেকনিক ক্যামেরাবন্দি করেন মহিলা আরপিএফ।
Posted: 04:03 PM Jul 19, 2023Updated: 04:03 PM Jul 19, 2023

সুব্রত বিশ্বাস: রাতে স্টেশনে ঘুমিয়ে পড়া যাত্রীদের মোবাইল চুরির চক্র সক্রিয় শিয়ালদহ স্টেশনে। সোমবার গভীর রাতে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে মোবাইল বের করার টেকনিক ক‌্যামেরাবন্দি করেন মহিলা আরপিএফ শাবানা খাতুন। এরপর তিনিই ওই দুষ্কৃতীকে পাকড়াও করেন। সেই সঙ্গে অন্য যাত্রীদেরও সতর্ক করার কাজ শুরু হয়েছে রেলের তরফে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ইউসুফ শেখকে গ্রেপ্তার করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধৃত দুষ্কৃতী গামছা ভাঁজ করার অছিলায় ঘুমন্ত যাত্রীর পকেটের উপর গামছা ফেলে মোবাইল বের করে নিচ্ছে। ফলে অন‌্য যাত্রীরা টের পাননি। অসতর্কতার জন্য যাত্রীরা নিঃস্ব হন, এটা বোঝাতে ভিডিও প্রকাশ করে পূর্ব রেলের আরপিএফ। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব বলেন, যাত্রী সুরক্ষায় নজর রেখেছে আরপিএফ। দুষ্কৃতী ধরে উদ্ধার হচ্ছে চুরির সামগ্রী।

[আরও পড়ুন: আগে দেশ, টি-টোয়েন্টি লিগ ছেড়ে ভারতের বিরুদ্ধে খেলবেন রাসেল!]

ধৃত দালাল, বাজেয়াপ্ত ল্যাপটপ-সহ নানা সামগ্রী

এদিকে পার্সোনাল আইডি দিয়ে পুজো মরশুমের ই-টিকিট এখনই কেটে নিচ্ছেন দালালরা। তৎকাল টিকিটও যাচ্ছে দালালদের হাতে। মঙ্গলবার লেকটাউনের সাধনা ঔষধালয় রোডের ‘আমন ডিজিটাল জোনে’ হানা দিয়ে মহম্মদ মিনহাজ আনসারিকে গ্রেপ্তার করে কলকাতা স্টেশনের আরপিএফ। উদ্ধার হয়েছে আটটি ই টিকিট-সহ একাধিক টিকিট। যা বেআইনিভাবে কাটা হয়েছে। মোটা দামে বিক্রি করার অভিযোগও রয়েছে ওই দালালের বিরুদ্ধে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব বলেন, দালালরা নিজস্ব আইডি ব‌্যবহার করে অনলাইনে সংরক্ষিত টিকিট কেটে নেওয়ায় সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। ধৃত দালালের ল‌্যাপটপ, নগদ টাকা-সহ অন‌্য সরঞ্জাম আটক করেছে আরপিএফ।

[আরও পড়ুন: মিলছে না প্রসাধনের ভেষজ, বন্ধ পুরীর জগন্নাথ-বলরাম-সুভদ্রার সাপ্তাহিক ফেসিয়াল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement