shono
Advertisement
Alipore Zoo

বড়দিনের খরা কেটে জনজোয়ার, বছরের শেষ রবিবারে কতজন পা রাখলেন চিড়িয়াখানায়?

ভিড়ের নিরিখে দ্বিতীয় কে?
Published By: Sayani SenPosted: 09:21 AM Dec 29, 2025Updated: 02:05 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটল বড়দিনের খরা। ফের আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) জনজোয়ার। বছরের শেষ রবিবারে গিজগিজে ভিড় বন্যপ্রাণপ্রেমী মানুষের। পরিসংখ্যান বলছে, ৭১ হাজার ১০০ জন মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে। ভিড়ের নিরিখে এবার 'সেকেন্ড বয়' ইকো পার্ক। সেখানে ৪৯ হাজার ২৯৪ জন মানুষ ভিড় জমান। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বড়দিনে স্রেফ গুগল বিভ্রাটেই সাধারণ মানুষ চিড়িয়াখানামুখী হননি, তা বছররে শেষ রবিবারের ভিড়ের পরিসংখ্যানে স্পষ্ট।

Advertisement

এবার ৪৪ হাজারের সামান্য বেশি মানুষ বড়দিনে চিড়িয়াখানায় (Alipore Zoo) পাড়ি জমান। চিড়িয়াখানায় ভিড়ের পরিসংখ্যান অনুযায়ী, বন্যপ্রাণীর টানে প্রতি বছর ৭৫ হাজার থেকে ১ লক্ষ মানুষ ভিড় জমান সেখানে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, সাধারণত বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। আর বড়দিন ছিল বৃহস্পতিবার। যদিও উৎসবের মরশুমে চিড়িয়াখানা খোলা থাকে প্রতিদিন। তা সত্ত্বেও গুগল সার্চে দেখা গিয়েছে, বৃহস্পতিবার বন্ধ চিড়িয়াখানা। তার ফলে বহু পর্যটকের কাছে ভুল তথ্য পৌঁছেছে। আর তাই চিড়িয়াখানা যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তাঁরা। সম্ভবত এই বিভ্রাটের কারণেই এবার বড়দিনে উল্লেখযোগ্য হারে ভিড় কমেছে বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই সাধারণ মানুষের কাছে তাদের আর্জি, যেকোনও তথ্যের জন্য অবশ্যই আলিপুর চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন। তাতেই দূর হবে সমস্ত বিভ্রান্তি। এরপরই বছরের শেষ রবিবারে কার্যত জনজোয়ার।

আলিপুর চিড়িয়াখানায় সদস্য সংখ্যা নেহাত কম নয়। বাঘ, সিংহ, জলহস্তীর পাশাপাশি চিতা-বিড়াল যোগ হয়েছে সদস্য সংখ্যা। এছাড়া রয়েছে মাউস ডিয়ার, সোয়াম্প ডিয়ার। বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে সাদা বাঘিনী। সবুজ অ্যানাকোন্ডাও এসেছে চিড়িয়াখানায়। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আনা হয়েছে ওই সরীসৃপকে। পাখি দেখার জন্য বিশেষভাবে তৈরি খাঁচার বন্দোবস্ত করা হয়েছে। যাতে মুক্তির স্বাদ পাবে পাখিরা। আর সাধারণ মানুষ বিশেষ খাঁচার ভিতর থেকে উপভোগ করতে পারবেন পাখিদের কিচিরমিচির। এমন নানাবিধ আকর্ষণের পরেও পর্যটকের সংখ্যা হ্রাসে যথেষ্ট উদ্বিগ্ন কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারিও বৃহস্পতিবার। ওইদিন গুগল বিভ্রাটকে দূরে সরিয়ে কত মানুষ ভিড় জমান চিড়িয়াখানায়, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনের খরা কেটে জনজোয়ার।
  • বছরের শেষ রবিবারে গিজগিজে ভিড় বন্যপ্রাণপ্রেমী মানুষের।
  • পরিসংখ্যান বলছে, ৭১ হাজার ১০০ জন মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে।
Advertisement