সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিন পর দিল্লি থেকে ফিরলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। শনিবার কলকাতায় পা রেখেই জানালেন, কারওর চাপে তিনি দিল্লি যাননি। নিজের ইচ্ছেতেই গিয়েছিলেন। প্রয়োজনে আবার যাবেন। তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে বিজেপি নেতারা ব্যস্ত রয়েছেন। তাই দেখা হয়নি, তবে সকলের সঙ্গেই ফোনে কথা হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য ঘিরে জল্পনা বেড়েছে। যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, “উনি বিজেপি বিধায়ক। কী করলেন তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”
আচমকাই মুকুল রায়ের দিল্লি সফর ঘিরে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। ছেলে শুভ্রাংশু রায়ের অভিযোগ ছিল, তাঁর বাবাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। যদিও সেই জল্পনা আগেই উড়িয়েছিলেন মুকুল। জানিয়েছিলেন, বিজেপির নেতাদের সঙ্গে দেখা করেবেন। কিন্তু দিল্লিতে কোনও বিজেপি নেতার সঙ্গে তাঁকে দেখা করতে দেখা যায়নি। শনিবার কলকাতায় ফিরলেন বিধায়ক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল জানান, “কারওর চাপে আমি দিল্লি যায়নি। কেউ জোর করে আমাকে নিয়ে যায়নি। শুভ্রাংশু ভুল বলেছে।” দিল্লি পৌঁছে মুকুল রায় জানিয়েছিলেন, জে পি নাড্ডা, অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কিন্তু কারওর সঙ্গে তাঁর দেখা হয়নি। মুকুলের কথায়, “কারওর সঙ্গে দেখা করতে যাইনি। তবে ফোনে সকলের সঙ্গে কথা হয়েছে। আবার দরকার পড়লে যাব।” যা দেখে রাজনৈতিক মহল বলছে, দিল্লি থেকে কার্যত শূন্য হাতে ফিরতে হল বাংলার ‘চাণক্য’কে। তবে এদিন কলকাতা ফিরে মুকুল আবার স্পষ্ট করে দেন, “আমি বিজেপিতেই আছি।”
[আরও পড়ুন: ২৫০ বাইকের হদিশ নেই, ফের কোটি টাকার গাড়ি কিনল বঙ্গ বিজেপি]
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “উনি বিজেপির বিধায়ক। তাই কী করলেন, কী করলেন না তা নিয়ে আমাদের কোনও মাথাব্য়থা নেই।” মুকুল রায়ের দিল্লি যাত্রাকে কেন্দ্র করে মুহুর্মুহু নাটকীয় পট পরিবর্তন ঘটে। ছেলে শুভ্রাংশু রায় দাবি করেন তাঁর বাবাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দিল্লি বিমানবন্দরে নেমেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ক সাফ জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। কেউ তাঁকে জোর করেননি। এবার বিধাননগর পুলিশ এবং দিল্লি পুলিশকেও একই কথা বললেন তিনি। সবমিলিয়ে মুকুল রায়কে নিয়ে ধোঁয়াশা জারিই রইল।