shono
Advertisement
Sujit Bose’s Daughter

পুর নিয়োগ দুর্নীতিতে নজরে সুজিত কন্যা! আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে মোহিনী বসু

Municipal Recruitment Scam: সোমবারই দমকলমন্ত্রীর জামাইকে জেরা করে ইডি।
Published By: Kousik SinhaPosted: 02:29 PM Nov 18, 2025Updated: 04:44 PM Nov 18, 2025

ফারুক আলম, বিধাননগর:  পুর নিয়োগ দুর্নীতি ইডির নজরে মন্ত্রীকন্যা! ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর মেয়ে (Minister Sujit Bose’s Daughter)। আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সল্টলেকে ইডি (ED) দপ্তরে যান মোহিনী বসু। সোমবারই দমকলমন্ত্রীর জামাইকে কয়েক ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপরেই আজ মঙ্গলবার মোহিনী বসুকে ইডির জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

পুর নিয়োগ মামলায় ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের একটি বাড়ি এবং অফিসেও তল্লাশি চলে। শুধু তাই নয়, সুজিত বসুর ছেলের রেস্তরাঁতেও তল্লাশি চালান আধিকারিকরা। এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বিপুল নগদ। এরপরেই গত সপ্তাহে মন্ত্রীর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করে এনরফোর্সমেন্ট ডিরেক্টরেট।ব্যাঙ্কের নথি, ঋণ সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো এদিন দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়েই ইডির দপ্তরে হাজিরা দেন মোহিনী বসু। তাঁর সঙ্গে বেশ কিছু নথিও ছিল বলে জানা গিয়েছে।

তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি মোহিনী বসু। প্রায় কয়েক ঘণ্টা হয়ে গিয়েছে এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলেই খবর। বলে রাখা প্রয়োজন, পুর নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে তা খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী হোটেল ব্যবসাতেও বিনিয়োগ করা হতে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই সমস্ত বিষয়ে আরও গভীরে গিয়ে খোঁজ করতেই এদিন মন্ত্রী কন্যাকে তলব করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুর নিয়োগ দুর্নীতি ইডির নজরে মন্ত্রীকন্যা!
  • ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর মেয়ে।
  • আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সল্টলেকে ইডি দপ্তরে যান মোহিনী বসু।
Advertisement