shono
Advertisement
WBCS

ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য অতিরিক্ত পদ তৈরি করছে রাজ্য, ঘোষণা নবান্নের

একদিকে প্রশাসনের শীর্ষস্তরে যেমন বাড়বে রাজ্য ক্যাডারের সংখ্যা, তেমনই পদোন্নতি হওয়ায় আর্থিকভাবে লাভবান হবেন ডব্লিউবিসিএস ক্যাডারের অফিসাররা।
Published By: Sayani SenPosted: 08:47 PM Jan 21, 2026Updated: 08:47 PM Jan 21, 2026

রাজ‌্য প্রশাসনকে আরও সক্রিয় এবং মজবুত করতে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন‌্য একগুচ্ছ উচ্চপদ তৈরি করল রাজ‌্য সরকার। ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। একইসঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ‌্যা বাড়ানো হবে। ফলে, একদিকে প্রশাসনের শীর্ষ স্তরে যেমন বাড়বে রাজ‌্য ক‌্যাডারের সংখ‌্যা, তেমনই পদোন্নতি হওয়ায় আর্থিকভাবে লাভবান হবেন ডব্লিউবিসিএস ক‌্যাডারের অফিসাররা।

Advertisement

বুধবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২১) ক্ষেত্রে অনুমোদিত ছিল ২৫০টি পদ। নতুন করে ১০০ যুক্ত হওয়ায় মোট পদের সংখ্যা দাঁড়াল ৩৫০। স্পেশাল সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২৪) ক্ষেত্রে আগে ছিল ১০০টি পদ। ৪০টি নতুন পদ যুক্ত হয়ে হল ১৪০টি। ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলে নতুন পদগুলি কার্যকর হবে।

এদিন নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অ্যাডিশনাল সেক্রেটারি (পে লেভেল ২২) স্তরেও পদের সংখ‌্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির ক্ষেত্রে ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনিক মহলের মতে, এতে ধারাবাহিক প্রোমোশনের রাস্তায় দীর্ঘদিনের জট অনেকটাই কাটতে পারে। রাজ‌্য প্রশাসনের শীর্ষস্তরে রাজে‌্যর অফিসারদের উপস্থিতি কাজের ক্ষেত্রেও অনেকটাই  সুবিধা দেবে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই রাজ্যের অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যের এই পদক্ষেপে স্পষ্ট, ডব্লিউবিসিএস স্তরের অফিসারদের জন‌্য বাড়তি সুযোগ ও সুবিধা তৈরি করতে চাইছে রাজ‌্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement