shono
Advertisement

Breaking News

Enumeration form

এনুমারেশন ফর্মে বাবার জায়গায় দাদা-কাকার নাম, খসড়া ভোটার তালিকায় নাম উঠবে তো? 

এখনই জেনে নিন খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 05:20 PM Dec 12, 2025Updated: 05:20 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল না তাঁরা আত্মীয় হিসেবে মোট ৬ জনের নাম ব্যবহার করতে পারবেন। তাঁরা হলেন, বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা ও দাদু-দিদা। কিন্তু এমন অনেকেই আছেন যাদের বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা ও দাদু-দিদা কারও নামই ছিল না ২০০২ সালের লিস্টে। সেক্ষেত্রে কী করণীয়? অনেকেই ফর্মে দাদা-কাকা বা অন্যদের নাম ব্যবহার করছেন। জানেন আদৌ আপনার নাম উঠবে কি না খসড়া তালিকায়?

Advertisement

কমিশন সূত্রে খবর, যারা দাদা, কাকা বা অন্য কারও নাম ও নথি ব্যবহার করেছেন এনুমারেশন ফর্মে তাঁদের নাম থাকবে না খসড়া তালিকায়। তাঁদের প্রত্যেককে ডাকা হবে হিয়ারিংয়ে। প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে হিয়ারিংয়ে। কিন্তু কবে হিয়ারিং, কী কারণে নাম ওঠেনি খসড়া লিস্টে, কী কী নথি নিতে হবে জানবেন কী করে? জানা গিয়েছে, যাদের হাজিরা দিতে হবে তাঁদের বাড়িতে গিয়ে নোটিস পৌঁছে দেবেন খোদ ইআরও। তিনিই সেখানেই হিয়ারিং সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে বলে খবর।  

প্রসঙ্গত, আগামী ১৬  ডিসেম্বরই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। যাদের তাতে নাম থাকবে তাঁদের চিন্তার কোনও কারণ বিশেষ নেই। তবে পরবর্তীতে কোনও নথি নিয়ে সংশয় তৈরি হলে ইআরও চাইলে আপনাকেও তলব করতেই পারে।  খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হবে হিয়ারিংয়ের কাজ। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যারা দাদা, কাকা বা অন্য কারও নাম ও নথি ব্যবহার করেছেন এনুমারেশন ফর্মে তাঁদের নাম থাকবে না খসড়া তালিকায়। তাঁদের প্রত্যেককে ডাকা হবে হিয়ারিংয়ে।
  • প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে হিয়ারিংয়ে।
Advertisement