নব্যেন্দু হাজরা: আগামী ১৪ ডিসেম্বর, রবিবার রাজ্যজুড়ে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন বাড়তি পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। রবিবার হলেও সকাল ৭টা থেকেই ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে। শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে রবিবার ১৩০টির বদলে ১৪৪ টি মেট্রো চলবে ওইদিন। আর গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রবিবার ১০৪টি মেট্রোর বদলে চলবে ১১৮ মেট্রো। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার কোনও মেট্রো চলবে না।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে শুক্রবার জারি করে জানিয়েছে, রবিবার রাজ্যে সেটের জন্য অতিরিক্ত পরিষেবা মিলবে। সাধারণত রবিবার মেট্রো চলাচল শুরু হয় সকাল প্রায় ৯ টা থেকে। কিন্তু আগামী রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর সপ্তাহের অন্যান্য দিনের মতো সকাল ৭টা থেকেই চলবে মেট্রো। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৩মিনিটে। প্রথম একঘণ্টা অর্থাৎ ৭ থেকে ৮টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো পাওয়া যাবে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৫মিনিট অন্তর দু'দিক (দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম) থেকে মিলবে মেট্রো। দিনের বাকি সময় অর্থাৎ রাত পর্যন্ত অন্যান্য রবিবারের সূচি মেনেই মেট্রো চলবে। রাতের মেট্রো পরিষেবা অপরিবর্তিত।
অন্যদিকে, রবিবার গ্রিন লাইন বা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। অন্যান্য রবিবারের মতো নির্দিষ্ট সময় অন্তরই দুটি প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে। রাতের মেট্রোর সময় কোনও বদল হচ্ছে না। তবে এই রুটে ১৫ ডিসেম্বর, সোমবার থেকে ফের বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। বিশেষত রাতের মেট্রোর সময় বাড়ছে। বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে। তবে সেটি সেক্টর ফাইভ নয়, সেন্ট্রাল পার্ক পর্যন্ত যাবে।
