shono
Advertisement
Chingrighata Metro

চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে বৈঠকের দিন বাঁধল হাই কোর্ট, থাকবেন এজি-ও

আগামী ১৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।
Published By: Sayani SenPosted: 12:41 PM Dec 12, 2025Updated: 02:40 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিংড়িহাটা মেট্রো (Chingrighata Metro) নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। সমস্যা মেটাতে আরও কঠোর কলকাতা হাই কোর্ট। কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণও বেঁধে দিল আদালত। সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে হবে বৈঠক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে। আগামী ১৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।

Advertisement

বেশ কয়েকমাস আগে প্রধানমন্ত্রী কলকাতায় এসে তিনটি রুটে মেট্রো উদ্বোধন করেন। মেট্রোপথ সম্প্রসারণের নানা পরিকল্পনাও রয়েছে। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়। তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মাত্র ৩৬৬ মিটারের কাজ। গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও শুরু করা যায়নি কাজ। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। নভেম্বরেই কাজ শুরুর কথা ছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি। মেট্রোর কাজ শুরুর জন্য তাই গত মাসেই আদালতের হস্তক্ষেপের দাবি জানায় আরভিএনএল।

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ ডিভিশন বেঞ্চের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। কোনও না কোনওদিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বলে রাখা ভালো, বুধবার কেন্দ্র , রাজ্য এবং RVNL আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। আবার বৈঠক হলে নিজে সশরীরে উপস্থিত থাকবেন বলেই জানান রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেই অনুযায়ী বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাই কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিংড়িহাটা মেট্রো নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। সমস্যা মেটাতে আরও কঠোর কলকাতা হাই কোর্ট।
  • কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণও বেঁধে দিল আদালত।
  • সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে হবে বৈঠক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে।
Advertisement