২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এমন একসময়ে এই ভোটার দিবস পালিত হচ্ছে, যখন আমজনতার ভোটাধিকারই যথেষ্ট অনিশ্চয়তার মুখে পড়েছে। এসআইআর আবহে এনিয়ে আক্ষেপ করে এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আগাগোড়া নির্বাচন কমিশন আর কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের 'আঁতাঁত' নিয়ে তুলোধোনা করলেন।
'লজিক্যাল ডিসক্রিপান্সি' নামক গুরুগম্ভীর একটি শব্দ প্রয়োগ করে আমজনতাকে শুনানির লাইনে ডেকে হেনস্তার অভিযোগে তোলপাড় গোটা বাংলা। এই পরিস্থিতিতে দেখা গিয়েছে, রবিবার দিকে দিকে জাতীয় ভোটার দিবস পালন করছে বিজেপি। এক্স হ্যান্ডল পোস্টে মমতা লিখেছেন, 'হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত, এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার---আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত।'
নির্বাচন কমিশনের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা, 'নির্বাচন কমিশনকে বলি: আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন, আপনাদের অত্যাচারের ফলেই এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০ , ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির হতে বাধ্য করছেন তা করার অধিকার কি আপনাদের আছে? এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলেই আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আপনারা এটা করছেন আপনাদের রাজনৈতিক প্রভুর নির্দেশে ও স্বার্থে। এটাকে আপনারা নাগরিকদের জন্য NRC প্রক্রিয়া বানিয়ে তুলেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায় ও তপশিলি জাতি ও জনজাতির মানুষের জন্য এটা বিশেষ পীড়ার কারণ হয়েছে।'
আসলে এসআইআর শুনানির আবহে কমিশনের বিরুদ্ধে পদ্ধতিগত ত্রুটির একাধিক অভিযোগ উঠছে। বিশেষত এনুমারেশন ফর্মে সামান্য ভুলত্রুটির জন্য সোজা শুনানিকেন্দ্রে ডেকে পাঠানোর নোটিস নিয়ে ক্ষুব্ধ অনেকেই। এই নোটিস থেকে বাদ পড়ছেন না সমাজের বিশিষ্ট মানুষজনও। সময় যত গড়াচ্ছে, বিড়ম্বনা বাড়ছে। সেই আবহেই আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন বিজেপির নেতারা। আর তাতেই বিস্ময়প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভের সঙ্গে এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট - 'ভোটার দিবস পালনের কোনও অধিকার আপনাদের আজ নেই।'
