উন্নয়নের বলি! মুম্বই-আহমেদাবাদ বুলেটের ট্রেনের জন্য গুজরাটের (Gujarat) তপতি নদীর উপর নির্মিত হচ্ছে সেতু। নির্মীয়মান সেই সেতুর অংশ একটি ভারী লোহার প্লেট আচমকা নদীতে ভেঙে পড়ায় মৃত্যু হল পেশায় মৎস্যজীবী ৩৫ বছরের এক ব্যক্তি এবং তাঁর ৯ বছরের মেয়ের।
পুলিশ জানিয়েছে, সুরাট শহরের কাছে কাথোর গ্রামে ঘটেছে এই ঘটনা। ওই সময় সন্ধের শিফটে বুলেট ট্রেনের জন্য সেতু তৈরির কাজ করছিলেন রেলের নির্মাণকর্মীরা। নিচে নদীতে মাছ ধরছিলেন মহসিন ইকবাল এবং তাঁর শিশুকন্য়া। আচমকা তাঁদের মাথার উপর ভেঙে পড়ে একটি ভারী লোহার প্লেট। ঘটনাস্থলে থেৎলে মৃত্যু হয় বাবা-মেয়ের। নির্মাণকর্মীরা দ্রুত ছুটে এলেও ইকবাল এবং তাঁর মেয়ের বাঁচার উপায় ছিল না।
খবর পেয়ে উত্তরান থানার পুলিশকর্মীরা কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন। এক কঠিন উদ্ধার অভিযানের পর ভারী যন্ত্রপাতির নিচ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিনের দুর্ঘটনার পর রেলের সেতু নির্মাণের কাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ম মেনে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশকর্তা বলেন, তদন্তে নির্মাণকর্মীদের গাফলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
