shono
Advertisement
Rohit Sharma

পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত, পদ্ম সম্মানে ভূষিত ৯ ক্রীড়াবিদ

মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদকজয়ীদের কোচিং করিয়েছেন মেস্তভিরিশভি।
Published By: Anwesha AdhikaryPosted: 06:45 PM Jan 25, 2026Updated: 07:54 PM Jan 25, 2026

বিশ্বজয়ের কাণ্ডারি দুই অধিনায়ককে পদ্মসম্মানে ভূষিত করছে কেন্দ্র। প্রথমবার ভারতকে মহিলা বিশ্বকাপ জেতানো অধিনায়ক হরমনপ্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতকে টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাও রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সবমিলিয়ে ২০২৬ সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট ৯ ক্রীড়াবিদ। 

Advertisement

২০২৬ সালের একমাত্র ক্রীড়াবিদ হিসাবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য় এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। টেনিস কিংবদন্তি বর্তমানে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

সবমিলিয়ে তিনজন ক্রিকেটার রয়েছেন এবারের পদ্মপ্রাপকদের তালিকায়। গতবছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। সেই ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। অন্যদিকে, দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে রোহিতের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ট্রফি জেতে ভারত। ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত। গতবছর তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। এবার পদ্মশ্রী পাচ্ছেন তিনি। জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমারকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।

ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। সেইসঙ্গে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদকজয়ীদের কোচিং করিয়েছেন মেস্তভিরিশভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভেল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর।

প্রত্যেক বছরের মতোই এবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সবমিলিয়ে ১৩১ জনের হাতে তুলে দেওয়া হবে পদ্ম সম্মান। এবার পদ্ম বিভূষণ সম্মান পাচ্ছেন ৫ জন, পদ্ম ভূষণ ১৩ জন ও পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ১১৩ জনকে। বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাংলার মোট ১১ জনের হাতে এবারের পদ্মসম্মান উঠবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement