shono
Advertisement
Minakshi Mukherjee

ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নেই মীনাক্ষী! গুঞ্জন সিপিএমে

ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় সিপিএমের একাধিক নেতা রয়েছেন।
Published By: Subhajit MandalPosted: 09:05 PM Feb 28, 2025Updated: 09:05 PM Feb 28, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বামেদের ব্রিগেড। অথচ বক্তা তালিকায় নেই 'ক্যাপ্টেন' মীনাক্ষী মুখোপাধ্যায়। যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সিপিএমের অন্দরেই।

Advertisement

ডানকুনিতে পার্টির রাজ‌্য সম্মেলনের শেষে প্রকাশ‌্য সমাবেশেও বক্তা তালিকায় দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ‌্যায়কে রাখা নিয়ে চর্চা হয়েছিল সিপিএমে। পাশাপাশি পার্টির নীতির বিপরীতে হেঁটে ডানকুনির সমাবেশে শুধুমাত্র মীনাক্ষীর ছবি দেওয়া বড় বড় কাটআউট লাগানো থাকাতেও তীব্র ক্ষোভ দানা বেঁধেছে বঙ্গ সিপিএমের যুব ফ্রন্টের বড় অংশে। কেন শুধু একজনের মুখ দেখিয়ে 'ব্যক্তিপূজা' চলছে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ বেরিয়ে পড়ে প্রকাশ্যে। আর তার মধ্যেই এবার মীনাক্ষীকে ২০ এপ্রিলের ব্রিগেড সমাবেশে বক্তা তালিকায় না রাখায় বিস্ময় ছড়িয়েছে। জল্পনা চলছে পার্টিতে।

ব্রিগেড সমাবেশ শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের ডাকে হলেও পার্টির মুখ হিসেবে সেখানে মীনাক্ষীকে রাখলে ব‌্যতিক্রমী, অস্বাভাবিক কিছু হত না। গণসংগঠনের ডাকে সমাবেশ হলেও তা মূলত সিপিএমের উদ্যোগেই হচ্ছে। তাহলে সেখানে পার্টি যাঁকে মুখ হিসেবে তুলে ধরতে চাইছে, সেই মীনাক্ষী কেন নেই বক্তা তালিকায়? তাহলে অন‌্য নেতাদের বাদ দিয়ে রাজ‌্য সম্মেলনের সমাবেশ মঞ্চে প্রকাশ কারাত, মহম্মদ সেলিমের সঙ্গে মীনাক্ষীকে কেন রাখা হয়েছিল? এইসব প্রশ্নের মুখে পড়েই কি ২০ এপ্রিলের ব্রিগেডের সভায় বক্তা তালিকায় স্থান রাখা হল না দলের 'ক‌্যাপ্টেন'কেই। গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ সিপিএমে।

ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন‌্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেত মজুর সংগঠনের নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডানকুনিতে পার্টির রাজ‌্য সম্মেলনের শেষে প্রকাশ‌্য সমাবেশেও বক্তা তালিকায় দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ‌্যায়কে রাখা নিয়ে চর্চা হয়েছিল সিপিএমে।
  • পাশাপাশি পার্টির নীতির বিপরীতে হেঁটে ডানকুনির সমাবেশে শুধুমাত্র মীনাক্ষীর ছবি দেওয়া বড় বড় কাটআউট লাগানো থাকাতেও তীব্র ক্ষোভ দানা বেঁধেছে বঙ্গ সিপিএমের যুব ফ্রন্টের বড় অংশে।
  • কেন শুধু একজনের মুখ দেখিয়ে 'ব্যক্তিপূজা' চলছে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ বেরিয়ে পড়ে প্রকাশ্যে।
Advertisement