রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফরওয়ার্ড ব্লকের (Forward Block) দলীয় পতাকা থেকে সরে গেল কাস্তে-হাতুড়ি। শুধু লাল রংয়ের কাপড়ের পতাকার উপর থাকবে লাফিয়ে পড়া বাঘের ছবি। ভুবনেশ্বরে দু’দিন ধরে দলের জাতীয় কাউন্সিল বৈঠক শনিবার শেষ হয়েছে। সেখানেই এদিন পতাকা থেকে কাস্তে-হাতুড়ি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। পতাকার রং লালই থাকছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে পতাকার পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল ফরওয়ার্ড ব্লকের অন্দরে। কেরলে যখন সিপিএমের (CPM)পার্টি কংগ্রেস চলছে, তখন বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের পতাকা থেকে কাস্তে-হাতুড়ি বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি কাস্তে-হাতুড়ি সরিয়ে দিয়ে আগামী দিনে বাম জোট থেকে সরে যেতে পারে ফরওয়ার্ড ব্লক? এখনই অবশ্য এরকম কোনও সম্ভাবনা নেই বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। তবে পতাকার লাল রং সরিয়ে তেরঙ্গা রূপ দেওয়ার বিষয় নিয়ে যে জল্পনা চলছিল, সেটা অবশ্য হচ্ছে না। পতাকার রং লালই থাকছে।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল সংক্রমণ, করোনায় ফের মৃত্যুহীন বাংলা]
পাঁচ দশক পর ফরওয়ার্ড ব্লকের পতাকা থেকে সরল কাস্তে-হাতুড়ি। একের পর এক নির্বাচনে ভরাডুবি হচ্ছে বামেদের। প্রতিটি শরিকদলই এই ধাক্কা খেয়েছে। একুশের নির্বাচনের পর সংযুক্ত মোর্চা নিয়ে সরাসরি বড় শরিক সিপিএমকে ক্ষোভ উগড়ে দিয়েছিল ছোট শরিক ফরওয়ার্ড ব্লক। তাছাড়া, কংগ্রেসের সঙ্গে সিপিএমের সখ্য নিয়ে ক্ষোভ রয়েছে ফরওয়ার্ড ব্লকের। সেই পরিস্থিতিতে পতাকা থেকে কাস্তে-হাতুড়ি যোগ ছিন্ন করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: চরম সংকটে দেশ, বিশ্ববাসীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিথে’ কন্যা ইয়োহানি]
এদিকে, দলের জাতীয় কাউন্সিলের বৈঠকে সংগঠন নিয়ে আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পার্টিতে থাকার বয়সের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিটিতে থাকার জন্য সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে ৭৫। পাঁচ বছর অন্তর দলীয় সম্মেলনে বয়স ও কাজের ভিত্তিতে ১০ শতাংশ নতুনদের সুযোগ দিতে হবে। এছাড়া, কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সাধারণ সম্পাদকরা কেউ ভোটে দাঁড়াতে পারবে না। তিনবারের বেশি পদেও থাকতে পারবে না। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ফরওয়ার্ড ব্লকের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। দিন যদিও এখনও ঠিক হয়নি।