shono
Advertisement

পুজোর মুখে মারমুখী ডেঙ্গু, কলকাতায় প্রাণ গেল আরও একজনের

দেড়মাসে আটজনের ডেঙ্গু সংক্রমণে মৃত্যু হল।
Posted: 09:01 PM Sep 21, 2022Updated: 09:01 PM Sep 21, 2022

ক্ষীরোদ ভট্টাচার্য: পুজোর মুখে ডেঙ্গু (Dengue) আরও মারমুখী চেহারা নিচ্ছে। মাঝে কয়েকদিন মৃত্যু থমকে থাকলেও ফের বুধবার রাজ্যে আরও একজনের মৃত্যু হল ডেঙ্গু সংক্রমণে। এদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক প্রবীণ ব‌্যাক্তির মৃত্যু হয়। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি ছিলেন।

Advertisement

মৃতের নাম সুব্রত সরকার (৬১)। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা তিনি। ঠিকানা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের ৯৬এ বাঁশদ্রোণী, নিউ গর্ভমেন্ট কলোনির বাসিন্দা। স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের কথায়, “মৃত সুব্রতবাবুর জ্বর ছিল। গত রবিবার সন্ধায় বাড়ির বাথরুমে মাথাঘুরে পড়ে যান। তারপরেই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন তিনি।” কাউন্সিলরের কথায়, হাসপাতালে ভরতি করার পর ডেঙ্গু পরীক্ষা হয়। রির্পোট পজিটিভ আসে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, মৃতের রক্ত পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে। এনএসওয়ান অ‌্যান্টিজেন পজিটিভ।

[আরও পড়ুন: ফের খারিজ জামিনের আবেদন, এবার পুজোয় জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে]

পুরসভা সূত্রে খবর, দেড়মাসে আটজনের ডেঙ্গু সংক্রমণে মৃত্যু হল। তবে সূত্রের খবর, যেহেতু হৃদরোগে আক্রান্ত ছিলেন মৃত সুব্রত সরকার তাই নিয়ম মেনে ‘ডেথ অডিট’ হবে। পুর স্বাস্থ‌্যদপ্তর থেকে ওই হাসপাতালের কাছে মৃতের ক্লিনিক‌্যাল পরীক্ষার রির্পোট চেয়ে পাঠানো হয়েছে। এদিকে রাজ্যে নতুন করে ৯৫৬ জনের ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে।

স্বাস্থ‌্য ভবন সূত্রে খবর, এঁদের মধ্যে ৬০০ র বেশি সরকারি হাসপাতালে ভরতি। উত্তর ২৪ পরগনার সল্টলেক, দক্ষিন দমদম, টিটাগড়ের মতো শহুরে এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ‌্যা ক্রমশ বাড়ছে বলে খোদ স্বাস্থ‌্যদপ্তর থেকেই জানানো হয়েছে। এছাড়াও দেগঙ্গা, স্বরূপনগরের মতো গ্রামীন এলাকাতেও সংক্রমন বাড়ছে। অবস্থা সামাল দিতে ভেক্টর কন্ট্রোল বিভাগকে সর্তক থাকতে বলা হয়েছে।

উত্তর কলকাতার বাগবাজার ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশের পর বুধবার হাওড়ার ডেঙ্গুর লার্ভার খোঁজে ড্রোন ওড়ানো। এদিন হাওড়া পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের পিলখানার নন্দ ঘোষ রোডে ড্রোন ওড়ানো হয়। দুই ওয়ার্ডের বন্ধ ও পরিত‌্যক্ত এলাকার ডেঙ্গুর লার্ভা থাকলে বোঝা যাবে বলে মুখ‌্য প্রশাষক সুজয় চক্রবর্তী জানান।

[আরও পড়ুন: দুর্গাপুজো জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের, প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ জামিনের আরজি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement